আমাদের কথা খুঁজে নিন

   

এই মালের জন্য



যার যা চিন্তা তার তার, বলব না কতটুকু ব্যতিক্রম আছে, হিসেবে নেই আজ সেদিকে, যার দশদিকে একই চিন্তা, একই কল্পনা , একই সাধনা, বাসনা, আরাধনা, শিক্ষায় ,কাজে ,সাজে, লাজে, শরীরের ভাঁজে ভাঁজে,নিতম্বের আতশবাজে সকাল সন্ধা সাঝে- একটাই চিন্তা কেবল ঘুরপাক মাল কামানো। বলার সাহস নেই আমি কতটা ভাল, যতটা নিজেকে মনে করেন, খারাপ কিছু বলার অধিকারও আমার নেই, নেই তাকানোর কোন ভাল মন্দ, কিবা বলল লোকেরা সব, সমালোচনা, আলোচনা, মিছিল, মিটিং সেমিনারে- আছি ভাই বেঁচে নিয়ে একটাই নিয়ে , একটাই চিন্তা মাথার ভিতরে, মগজ যেখানে থাকে,ধান্ধা,ফন্দি ফিকির, দালাল ফটকাবাজ, চালবাজ, ঠগবাজ,দলবাজ, গলাবাজ, কিংবা যত বাজই বলেন আমার বাজনা বাজে একটাই কেবল মাল কামানো। এই মালের জন্য ১০১টা খুন করতে পারি অবলীলায়, শত কোটি শিশুর কোমল হৃদয়টা সেল করতে পারি অবলীলায় মঞ্চে- মাঠ, ঘাট ,তট , রাস্তা , আলোর মঠ,নদী নালা বিল কিংবা ঢাকার শত খাল- কিংবা রাজপথে ফেলে দিতে পারি আস্ত কয়েকটা লাশ- গড়ে দিতে পারি ফ্লাট ভার্সিটি প্রতিটা ফ্লোরে, সেই ভার্সিটি ভেসে দিতে পারি শ্রাবনের লাল রক্তে ! কিংবা তৈলবাজী যত, যারা তেলের কারবারী, একহাজার টাকা কেজিতে চাল, চালবাজী কিংবা মাঠের জুয়াড়ী, ঘাটের জুয়াড়ী , গদির জুয়াড়ী সব হতে পারি- কেবল এই মালের জন্য। কিংবা যেতে পারি শয্যাশায়ী কোন রসিক নাগরের বাহুডোরে সারাক্ষণ, যেতে পারি লং ড্রাইভে, হোটেল, মোটেল, পথ, প্রান্তরে, দেশান্তরে, খেতে পারি ডিগবাজি শত লোকের ভীড়ে পল্টন ময়দানে, বার বার -- শতবার, যতবার খুশি ততবার, যতবার চাইবে পাশে, বাম, ডান, উদার, রক্ষণ কিছুই নাই আমার , নাই রাজাকার, আল বদর আর স্বৈরাচার রীতি, আমাকেই পাবে সব দল ,নেতা, এমন কি পাতি নেতা (!) কেবল একটাই দেয় যদি- মাল ! মাল বলেন আর ক্ষমতাই বলেন, কতটা সৎ পথে চলেন , সে সাহিত্যে আজ আমি যাব না, কে নগর ভবনে একটাকাও খান না, কে শেয়ারে কোটি টাকার সিন্ডিকেটে তাও আমি বলব না , কে মালের জোরে দেশটাকে নিজের মাল মনে করেন সে প্রশ্নেও আজ আমি যাব না। শুধু আমার কথা বলি, লাগলে আমাকে দশ চ্যানেলে হাজার খানা নাটক, একহাজার টকশো , বাংলবাজার ভরিয়ে দিতে পারি বইয়ের তাঁকে কেবল যদি খাস করে কিছু মাল জুটে। ভাই মাল খাই তাই টাল হই, নেশায় থাকে না ঘোর- কি লিখে কি লিখি কাটায়ে গেল ভোর। তবুও বলি মাল শুধু মাল দরকার এটাই আমার নেশা- আমি কেবল বাড়ায়ে চলেছি কেবল মালের পেশা। সব পারি, আমি সব পারি- চাইলে দেশটাও চাইতে পারেন, চাইতে পারেন আরও অনেক কিছু কেবল একটা জিনিস দিতে ভুল যেন না হয়, কী? মাল ! এই মালের জন্য মোরা সব পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।