আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশকে স্বাধীন করেছে ভারতের আর্মি!!! ন্যাশনাল জিওগ্রাফিতে মিশন আর্মি সিরিজে ভারত তা বলেছে ও দেখিয়েছে!!!

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন

গতকাল রাত ১০.৩০ এ ন্যাশনাল জওগ্রিাফি চ্যানেলে মিশন আর্মি নিয়ে ধারাবাহিক সিরিজ শুরু করেছে আর তাতে ভারতের আর্মির জয়গান গাইতে গাইতে এক সময় দেখাল ভারতের আর্মি যুদ্ধে পাকিস্তানের আর্মির সাথে ১৯৬৫ ও ১৯৭১ সালে বড় ধরনের বিজয় পেয়েছে এবং ১৯৭১ সালে পাকিস্তানের আর্মি ভারতের আর্মির নিকট পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছে আর এই থেকে সৃষ্টি হয়েছে আরও একটি নতুন দেশ বাংলাদেশ। আগামী সোমবারও সিরিজটা বাংলাদেশ সময় ১০.৩০ টায় দেখাবে। গতকালেরটা পুন:প্রচার করবে কিনা জানি না, তবে করার সম্ভাবনা আছে। এই আমার দেশ বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদের জীবন কোথায় গেল?? ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ আমাদের মা বোনের ইজ্জতের মূল্যে আমরা স্বাধীন হয়েছি এটা কি ভুল?? সাত শ্রেষ্ঠ বীর, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম, ৪৩৬ জন বীর প্রতীক সহ লক্ষ লক্ষ বাঙালী যারা যুদ্ধ করেছে, যারা সাহস যুগিয়েছে, যারা তাদের সন্তান, স্বামী, বাবা, ভাই, বোন হারিয়েছে তাদের অবদান কোথায় গেল??? আমরা ইতিহাসে পড়েছি: ভারত সেই সময় হানাদার, নিষ্ঠুর, বর্বর পাকিস্তানের আর্মির আক্রমণ থেকে পালিয়ে যাওয়া আমাদের অসহায় মানুষদের আশ্রয় দিয়েছিল। আমাদের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল, অস্র দিয়েছিল সাহায্য করেছিল। শেষদিকে মিত্রবাহিনী হয়ে সাহায্য করেছিল। এর জন্য আমরা বাংলাদেশীরা ভারতের কাছে কৃতজ্ঞ। কিন্তু ভারত যদি আমাদের দেশ স্বাধীন করেছে তাদের আর্মি এই প্রচার চালায় তাহলে তাদের প্রজন্ম কি ভাববে কি শিখবে? আমাদের প্রজন্মই বা কি শিখবে?? গতকালের মিশন আর্মি সিরিজের এই দৃশ্য ও বর্ণনায় আমার খারাপ লেগেছে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে এত বর মিথ্যা!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.