আমাদের কথা খুঁজে নিন

   

যেখানে-সেখানে যখন-তখন

প্রতিদিনের পথ চলায় সব সময়ই থাকতে হয় সতর্ক। ঘরে-বাইরে কিংবা আপনার ব্যবসাপ্রতিষ্ঠান—প্রতিটি জায়গাতেই নিরাপত্তার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিতে হয়। তবে অনেক দিন আগের পুরোনো সেই নিরাপত্তাপদ্ধতি নয়, বরং বর্তমান প্রযুক্তি ব্যবহার করে এমন সব নিরাপত্তাব্যবস্থা চালু হয়েছে, যা আপনার প্রতিষ্ঠান কিংবা বাসা—সবকিছুকেই আগের চেয়ে বেশি সহজে নিরাপত্তা দিতে সক্ষম। এ ব্যবস্থায় আপনি এখন চাইলে ঘরে বসেই যেমন আপনার প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তার বিষয়টি নজরদারি বা পর্যবেক্ষণ করতে পারবেন, তেমনি দূর থেকেই বাসার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এসব ক্ষেত্রে সাধারণত অনেকেই ক্লোজড সার্কিট টেলিভিশন ক্যামেরা (সিসিটিভি) ব্যবহার করে থাকেন, যাতে ওই জায়গার সব দৃশ্য ধারণ হয়ে থাকে।পরবর্তী সময়ে কোনো সমস্যা হলে সেগুলো পরীক্ষা করে দেখা হয়। এর চেয়েও কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিয়ে রয়েছে ‘লাইভ সিকিউরিটি সার্ভিলেন্স মনিটরিং’ ব্যবস্থা। এর মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠান, বাসা কিংবা কারখানার কার্যক্রম সরাসরি দেখতে পারবেন।অর্থাৎ কী ঘটছে, সেটি জানা যাবে যখন ঘটছে তখনই, আর তা যেকোনো জায়গায় বসেই।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।