আমাদের কথা খুঁজে নিন

   

লিবিয়া থেকে তিউনেসিয়ার পথে আরও তিন হাজার বাংলাদেশি কূটনৈতিক প্রতিবেদক | তারিখ: ২৮-০২-২০১১(প্রথম আলো)



লিবিয়ার মামুরা শহর থেকে আরও তিন হাজার বাংলাদেশি তিউনেসিয়ার উদ্দেশে যাত্রা করেছেন। দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন শিনহান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত মো. হাসানুজ্জামান আজ সোমবার দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে জানান, বাসে চড়ে তাঁরা তিউনেসিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। দক্ষিণ কোরিয়ার ওই প্রতিষ্ঠানের কর্মকর্তারা বাংলাদেশিদের তিউনেসিয়ায় নেওয়ার বিষয়টি তত্ত্বাবধান করছেন। এর আগে প্রায় সাড়ে তিন হাজার বাংলাদেশি গতকাল রোববার মিসর ও তিউনেসিয়া সীমান্তে পৌঁছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।