আমাদের কথা খুঁজে নিন

   

আজকের বি গ্রুপের ম্যাচের হিসাব-নিকাশ!



প্রতি গ্রুপে ২১ টি করে ম্যাচ। বি গ্রুপে ম্যাচ হয়েছে ৫ টি। বাকি ১৬ টি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে পয়েন্ট টেবিলের অন্তত হাজারখানেক কম্বিনেশন সম্ভব। আর রানরেটের হিসাব তো রয়েছেই। জটিল সব কম্বিনেশনের হিসেবে না গিয়েও বলা যায়, আর তিনটি ম্যাচ জিতলে বাংলাদেশ নিশ্চিতভাবে কোয়ার্টার ফাইনালে যাবে।

দুটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে যেতে হলে রানরেটের ওপর নির্ভর করতে হবে। বি গ্রুপের প্রতি ম্যাচে কোন ফলাফল বাংলাদেশের জন্য সবচেয়ে অনুকূল তা বের করার সহজ উপায় হচ্ছে:- সব দলগুলোর যেকোন ম্যাচ জেতার সম্ভাবনা সমান ধরে নিয়ে কোন ফলাফলে বাংলাদেশ চতুর্থ বা তার উপরের অবস্থান ধরে রাখতে পারে সেটা হিসেব করা। এই পদ্ধতি অনুসরণ করলে আজ ও.ইন্ডিজ বনাম নেদারল্যান্ড ম্যাচে বাংলাদেশের জন্য অনুকূল ফলাফল হলো: ১. টাই: দুই দলই ১ পয়েন্ট পেয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকবে। ২. ও. ইন্ডিজ ১৫ রানের কম ব্যবধানে জয়ী: ও. ইন্ডিজ ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থেকে চতুর্থ অবস্থান ধরে রাখবে বাংলাদেশ। ৩. ও. ইন্ডিজ শেষ ওভার পর্যন্ত খেলে বা এক ওভার বাকি থাকতে জয়ী: ও. ইন্ডিজ ও বাংলাদেশের পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থেকে চতুর্থ অবস্থান ধরে রাখবে বাংলাদেশ।

প্রতিকূল ফলাফল: ১. নেদারল্যান্ড জয়ী: নেদারল্যান্ডের কাছে চতুর্থ অবস্থান হাতছাড়া হবে। ২. ও. ইন্ডিজ বড় রানের ব্যবধানে জয়ী: রানরেটে পিছিয়ে পড়ে অবস্থান হাতছাড়া হবে ৩. ও. ইন্ডিজ বেশ কয়েক ওভার বাকী থাকতে জয়ী: রানরেটে পিছিয়ে পড়ে অবস্থান হাতছাড়া হবে। আমার আশা আজকের ম্যাচ টাই হবে (বেশি আশা করে ফেল্লাম!!)। তবে ও. ইন্ডিজ কম ব্যবধানে জিতলেও চলবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।