আমাদের কথা খুঁজে নিন

   

মায়ের কষ্টের কথা বললেন মিতাপুত্র

সদ্য প্রয়াত টিভি অভিনেত্রী মিতা নূরের মৃত্যু নিয়ে গণমাধ্যমগুলোতে নানারকম কথা শোনা যাচ্ছে। অনেকেই তার মৃত্যুকে আত্মহত্যা বলছেন। আর এ আত্মহত্যার জন্য দায়ী করা হচ্ছে পারিবারিক কলহকে। কিন্তু বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য মিতা নূরের বড় ছেলে শেহজাদ নূর প্রিয় একটি আবেদন জানিয়েছেন ফেসবুকে। পাঠকদের জন্য শেহজাদের ইংরেজিতে লেখা আবেদনটির বাংলা অনুবাদ তুলে ধরা হলো:

আমার মা আমার দেখা সবচেয়ে সংবেদনশীল ও বুদ্ধিমতী নারী ।

তিনি সচেতন থাকলে এই ধরনের কাজ করতেন না। অনেক সংবাদ মাধ্যম তাকে সংঘাতিক ভুলভাবে উপস্থাপন করেছে। কিন্তু আমি সবাইকে সত্যনিষ্ঠার সঙ্গে বলতে চাই, তার একটি সুখী এবং অসাধারণ পরিবার ছিল। পৃথিবীর প্রত্যেকটি ক্ষুদ্র পরিবারেই মতানৈক্য থাকে, তবে এখানে তেমন সিরিয়াস কিছু ছিল না। আমার আম্মুর হয়তো অনেক বন্ধু ছিলেন, তবে তার সবচেয়ে ভালো বন্ধু ছিলাম আমি।

হয়তো আমি কখনোই সেটি সঠিকভাবে মূল্যায়ন করিনি, হয়তো আমি কখনোই এটি বুঝতে পারিনি যে তিনি আমাকে কতোটা ভালোবাসতেন। তার মৃত্যুর আগের শেষ এক মাস আম্মু বেশ কয়েকটি ব্যাপারে তিনি বিষাদগ্রস্ত ছিলেন, সেগুলোর অধিকাংশই খুব ছোটখাটো বিষয়। তার অনেক মানুষের সঙ্গেই ছোট ছোট মতানৈক্য ছিল, যার মধ্যে আছে আমার বাবা এবং তার বাবা এবং আরো অনেকে। তবে সেগুলো খুবই সাধারণ মতপার্থক্য। তিনি সেসবের ব্যাপারে আমাকে সবই বলেছিলেন এবং আমি তাকে সবসময় বলেছি, সবকিছু ঠিক হয়ে যাবে, এখানে দুশ্চিনত্মার কিছুই নাই।

তবে আমার আরো অন্য কিছু করা উচিত্ ছিল।

কিন্তু তারপর ব্যাপারগুলো আরো খারাপ হতে থাকে এবং তিনি সম্ভবত খুব খারাপ বোধ করেছিলেন। মার যখন খুব খারাপ লাগতো তখন তিনি ঘুমাতেন। অনেক বেশি সময় ঘুমানোর জন্য তিনি ঘুমের ওষুধ খেতেন। তিনি তার জীবনের শেষ দিনও এই একই কাজ করেছিলেন।

তবে ওই রাতের ব্যাপারটি অন্যরকম ছিল। ওই ঘুমের বড়িগুলো তার সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছিল। আমি জানি এটা তিনি নিজে থেকে করেননি। তার বিষাদগ্রসত্মতা আর ওই ঘুমের বড়িগুলোর প্রতিক্রিয়া থেকেই এটি হয়েছিল। তা না হলে পৃথিবীর সব ছাড়লেও তিনি কখনো আমাকে আর আর ভাইকে একা ফেলে যেতেন না।

তিনি সবসময়ই কোনো সিদ্ধান্ত নেয়ার আগে আমার সঙ্গে পরামর্শ করতেন এমনকি এটি সামান্য একটি ব্যাপার হলেও। তিনি যেটি করেছেন এটি তার সিদ্ধান্ত ছিল না। আমি জানি তিনি আমাদের সবাইকে অনেক ভালোবাসতেন। তিনি এই পৃথিবীর শ্রেষ্ঠ মা ছিলেন, আছেন এবং থাকবেন। আমি তাকে ভালোবাসতাম এবং সবসময় বাসবো।

তিনি আমার চিন্তা, স্বপ্ন, জীবন, ভাবনা সবকিছুকে সম্মান করতেন, এমনকি নিজের চেয়ে বেশি। আমি যদি আমার জীবনে কোনোদিন সফল হই, তার পেছনের পুরো কৃতিত্বই আমার মায়ের।

আমার মা এখনো আমার মধ্যে আছেন। তিনি আমাকে সবসময়ই বলবেন কী করবো আর কী করবো না। যাই হোক, বেশ কিছু টেলিভিশন এবং পত্রিকা যা দাবি করেছে তা সত্য নয়।

আমার মা দুর্বলচিত্তের নারী ছিলেন না। তিনি দৃঢ়চেতা, স্মার্ট, সংবেদনশীল এবং চমৎকার মানুষ ছিলেন। যা হয়েছে তিনি তা চাননি। বরং যেটি হয়েছে তা হলো, তখন তিনি সচেতন ছিলেন না। হয়তো এর বেশিরভাগই আমার ভুল কারণ, আমি আমার মাকে বুঝতে পারিনি।

আমার মনে হয় আমি ভালো ছেলে নই। আমি এটি নিশ্চিতভাবে বলতে পারি, মা যা করেছেন তিনি তার বোধবুদ্ধিতে করেননি।

এখন আমি মাকে যেটি বলতে পারি, 'আমি তোমাকে ভালোবাসি মা। শান্তিতে থাকো। যতদিন তোমার সঙ্গে আমার দেখা না হবে, আমি প্রতিদিন তোমাকে দেখতে যাবো।

'নিউজ মিডিয়াগুলো মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য ভুল জিনিস লেখা বন্ধ করতে পারলে আমি সেটা অ্যাপ্রিশিয়েট করবো। তাদের গল্পগুলোর কারণে আমি এইসব লিখতে বাধ্য হয়েছি। আমাদের পরিবারের (সবাই- আমার দাদা-দাদদাদি, নানা-নানি, আমার বাবা, ভাই, আন্টি, আঙ্কেল, কাজিনরা ইত্যাদি) সবাই দৈনিক প্রথম আলোকে সাক্ষাত্কার দিয়েছে এবং তারা প্রত্যেকেই শিগগিরই এই ব্যাপারে লিখবে। আমি আশা করি, এর ফলে সত্য উন্মোচিত করবে।

আমার মার ছিল একটি নিষ্কলঙ্ক খ্যাতি এবং নিষ্কলুষ চরিত্র।

সবাই জানে, তিনি আমার, আমার ভাইয়ের এবং বাবার সঙ্গে কতোটা সুখী ছিলেন। তাদের দাম্পত্য জীবন ২৪ বছরের এবং মাত্র সপ্তাহ দুই আগে আমরা তাদের ২৪তম বিবাহবার্ষিকী উদযাপন করেছি। এসব কিছুর পরে মিডিয়াকে আঙুল ওঠানোর অধিকার কেউ দেয়নি। মা এমন একজন যাকে আমার খুঁজতে হবে। তার শিক্ষা, উপদেশ, চিন্তা আমাকে এবং আমার ভাইকে সারা জীবন পথপ্রদর্শন করার জন্য যথষ্টে।

আমরা দুজন অবশ্যই একদিন তার মুখ উঁচু করবো, ইনশাল্লাহ। আমি তোমাকে ভালোবাসি মা।

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.