আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক ব্যবহারকারীদের জন্য তিনটি টিপস ( কাজের টিপস)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। ১। ফেসবুক বন্ধুদের লিষ্ট লুকানোর নিয়ম :
ফেসবুকে নানা কারণে বা অকারণে হয়ত আমাদের ফ্রেন্ড লিষ্ট লুকানোর দরকার হতে পারে।

অনেকেই হয়ত জানেন কিভাবে ফ্রেন্ড লিষ্ট লুকাতে হয় হয়। কিন্তু নতুন ব্যবহারকারী তো আর জানে না কিভাবে ফ্রেন্ড লিষ্ট লুকাতে হয়, তাই তাদের জন্য আজকের টিউন। তো আসুন ফ্রেন্ড লিষ্ট লুকানোভ নিয়ম শিখে নিই।
প্রথমে আপনার প্রোফাইল এ যান। তারপর মাউস পয়েন্টার টা ফ্রেন্ড লিষ্টের কাছে নিয়ে আসুন।

ফ্রেন্ড লিষ্টের ডান Edit ক্লিক করুন। এখন “Who can see your friend list on your timeline?” এর পাশ হতে টিক চিহ্ন উঠিয়ে দিন।
ব্যাস এবার কেউ আর আপনার ফ্রেন্ড লিষ্ট দেখতে পাবে না।

২. এবার আপনি নিজে নিজেই আপনার ফেসবুক বাংলায় করে ফেলুন (সহজ পদ্ধতিতে) ফেসবুকের চাইলেই সব লেখা বাংলায় পরিবর্তন করতে পারেন। এর জন্য প্রথমে ওপরে ডান পাশে Account থেকে Account Settings-এ ক্লিক করুন।

নতুন পৃষ্ঠা এলে সেখান থেকে Language-এ ক্লিক করুন। এখন Primary Language-এ English(US)-এর পরিবর্তে বাংলা নির্বাচন করে একটু অপেক্ষা করুন দেখবেন পুরো ফেসবুক বাংলা হয়ে গেছে। আবার ইংরেজি করতে চাইলে একই পদ্ধতিতে বাংলার পরিবর্তে English(US) সিলেক্ট করে বেরিয়ে আসুন।
৩. ফেইসবুকে অনাকাক্ষিত ট্যাগিং বন্ধ করার নিয়ম (নিজে বাঁচুন, আন্যকেও বাঁচান) আমরা যারা ফেসবুক ব্যাবহার করি মোটামুটি আমাদের সকলের Tag শব্দটি সম্পর্কে ধারনা আছে। আপনার প্রোফাইলে আপনার অজান্তে আপনার কোন শুভ/অশুভকাক্ষীর কোন ছবি ঢুকিয়ে দেওয়াকে ট্যাগ করা বলে।

ফেইসবুকে ফটো ট্যাগ অনেক বিরক্তিকর একটি বিষয়। প্রতিনিয়ত আপনার ওয়ালে ফটো ট্যাগ করা হয় , এটা খুবই জামেলার একটা বিষয় , এর থেকে পরিত্রান পেতে নিচের নিয়মটা ভালো করে অনুসরণ করুন... প্রথমে আপনার Facebook একাউন্টে লগ অন করুন। তারপর Settings> Privacy > Timeline & Tagging > Review posts friends tag you in before they appear on your timeline? এটাকে (অন ) করে দিন। এখন Tag করা ছবি আপনার wall এ আসবে না। আপনি yes করলে তবেই আপনার wall এ আসবে।


ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না। পূর্বে প্রকাশিত এখানে আজ এই পর্যন্ত।

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।