আমাদের কথা খুঁজে নিন

   

বুকের দুধের আইসক্রিম!



অর্থনৈতিক মন্দা থেকে বাঁচতে কতজন কত কিছুই না করছে৷ তাদেরই একজন ব্রিটিশ নারী ভিক্টোরিয়া হিলে৷ তিনি তার বুকের দুধ বিক্রি করছেন লন্ডনের একটি কোম্পানির কাছে৷ আর ঐ কোম্পানি ঐ দুধ দিয়ে আইসক্রিম বানাচ্ছে! যার নাম ‘বেবি গাগা’৷ ১০ আউন্স দুধের জন্য হিলে পাচ্ছেন ১৫ পাউন্ড৷ আর বেবি গাগা খেতে ক্রেতাদের খরচ করতে হচ্ছে ১৪ পাউন্ড৷ ‘‘অতিরিক্ত অর্থের জন্য আমার সম্পদ ব্যবহার করলে ক্ষতি কী'' এই হচ্ছে হিলের কথা, যিনি তাঁর দুধ বিক্রির আগ্রহ প্রকাশ করে ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়েছিলেন৷ অবশ্য অর্থ আয়ের পাশাপাশি অন্য একটি মহান উদ্দেশ্যের কথাও বলছেন হিলে৷ সেটা হচ্ছে, বড়রা যদি আইসক্রিম খেয়ে বুকের দুধের মজাটা বুঝতে পারে, তাহলে আরও বেশি মা তার সন্তানদের বুকের দুধ খাওয়াতে উৎসাহী হবেন৷ ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বুকের দুধের আইসক্রিম৷ তাই তো আরও দুধ পেতে বিজ্ঞাপন দিয়েছিল কোম্পানিটি৷ এখন পর্যন্ত ১৪ জন মা তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানান কোম্পানির মালিক ও'কোনোর৷ হাসপাতালে রক্ত নেয়ার আগে যেমন রক্তদাতার বিভিন্ন পরীক্ষা করা হয়, তেমনি দুধ নেয়ার আগেও প্রত্যেক মাকে পরীক্ষা করে নেয়া হয় বলে জানা ও'কোনোর। সুত্র: ডয়চে ভেলে


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।