আমাদের কথা খুঁজে নিন

   

আনন্দে মাতোয়ারা পুরো দেশ



বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা সেই ১৯৯৯ সাল থেকে। এরই মধ্যে চারটি বিশ্বকাপ খেলেছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের জয়ও একবারে কম নয়। তাহলে একটা জয়ে এমন উল্লাস কেন? কি এমন ছিল সে জয়ে? যার জন্য দলে দলে হাজার হাজার ক্রিকেট ভক্ত এভাবে রাতে রাজপথে নেমে গেলেন। একটা মাহাত্ম্য রয়েছে এই জয়ে।

আয়ারল্যান্ডের মত পচা শামুকে পা কাটা যাবে তা আবার দেখতে হবে কোটি কোটি টাইগার ভক্তকে তা চায়নি বলেই আয়ারল্যান্ডের বিপক্ষে জয়টা নিয়ে এত মাতামাতি। ম্যাচটা শেষ হতেই হাজার হাজার ক্রিকেটপ্রেমী রাস্তায় নেমে পড়েন ঢাকঢোল নিয়ে। তারা নেচে গেয়ে আতশবাজি ফুটিয়ে মনের আনন্দে ম্যাচ জয়ের মুহূর্তকে উদযাপন করেছে। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন অলি গলি ক্রিকেটপ্রেমীদের আনন্দে ভাসছে। ঠিক যেন “হৃদয় আমার নাচেরে আজিকে ময়ুরের মত নাচে”- বলতে ময়ুরের মত নয় গতকাল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয় যেন নেচেছে পাগলের মত হয়ে।

হোক না প্রতিপক্ষ দুর্বল আয়ারল্যান্ড। তারপরও এমন জয়ে আনন্দ না করাটা যেন অপরাধের। সে অপরাধবোধে জড়াতে চায় নি বলেই লক্ষ কোটি ক্রিকেটপ্রেমী রাস্তায় নেমে পড়ে আনন্দ জোয়ারে ভাসতে। আয়ারল্যান্ডের বিপক্ষে জয় বলে তাকে খাটো করে দেখার কোন উপায় নেই। এই আয়ারল্যান্ডের কাছেইতো আগের বিশ্বকাপে হেরেছিল বাংলাদেশ।

শুধু বাংলাদেশ কেন এই আয়ারল্যান্ড হারিয়েছিল পাকিস্তানের মত ক্রিকেট পরাশক্তিকে। আর বাংলাদেশের ক্রিকেট যে এখন বিনোদন কিংবা উচ্ছ্বাসের নতুন মাধ্যম। ক্রিকেটকে ঘিরে আজকের প্রজন্ম যেন নতুন করে স্বপ্ন দেখে। সে স্বপ্ন পথের যাত্রীদের আনন্দে গা ভাসিয়ে দেওয়াটাতো মোটেও অন্যায় নয়। গতকাল বাংলাদেশের জয়টা যখন নিশ্চিত হয়ে যায় তখন রাস্তায় নেমে আসে ছেলে, মেয়ে, তরুণ ,তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষ।

কেউ বা বাদ্যযন্ত্র বাজাচ্ছিল, কেউ বা নেচে গেয়ে আনন্দ করছিল, কেউ বা গাড়ি নিয়ে জোরে হর্ণ বাজাতে বাজাতে দ্রুতগতিতে ছুটছিল। কেউ বা বিশাল লাল সবুজের পতাকা নিয়ে মিলিত হয় এই আনন্দ মিছিলে। রঙ মেখে সং সেজে এ আনন্দ যাত্রা অব্যাহত রাখতে চায় ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপে আরো বেশি সময় ধরে। এসবই বাংলাদেশের জয়ের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বারবার দুলছিল দু দিকেই।

ফলে একটা শ্বাসরুদ্ধকর অবস্থার ছিল প্রায় সাড়ে তিন ঘণ্টা। শেষ পর্যন্ত শফিউল যখন র‌্যানকিনকে ফেরালেন তখন আর টাইগার ভক্তদের আনন্দ দেখে কে? নগরীর বিভিন্ন স্থানে স্থাপন করা বড় পর্দার সামনে বাড়তে থাকে দর্শকদের ভিড়। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে সেসব স্থান থেকে বের হতে থাকে আনন্দ র‌্যালি। র‌্যালি বললে ভুল হবে। জনতার সাগরে পরিণত হয়ে যায় এসব র‌্যালি।

আর এসব আনন্দের পেছনে কারণতো একটাই বাংলাদেশ জিতেছে বিশ্বকাপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।