আমাদের কথা খুঁজে নিন

   

ভালো খেলুক আর খারাপ খেলুক ম্যাচ শুরুর আগে, ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষে আশরাফুলই হিট.......

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

আশরাফুলের যেমন ভক্তের অভাব নেই, তেমনি আশরাফুলকে দেখতে পারেন না, এমন লোকেরও অভাব নেই। বিভিন্ন কমিউনিটি সাইটগুলোতে সবার করা মন্তব্যই এর প্রমান। ফেইসবুক বলেন আর ব্লগ বলেন, একদল আশরাফুলের গুনগান গাইছেন, আর একদল আশরাফুলকে খারাপ ভাষায় গালি দিচ্ছেন। গুনগান হোক, আর গালিই হোক, ম্যাচ শেষে ব্লগে অথবা ফেইসবুকে আশরাফুলই হিট। খারাপ ব্যাটিং করলেও সে হিরো, ভালো ব্যাটিং করলেও সেই হিরো... আর ম্যাচ শুরুর আগে পত্রপত্রিকাগুলোতেও সে আগে থেকেই হিট... গতোবছর সে ম্যাচ খেলেছে সর্বমোট তিনটি।

তিনটি ম্যাচেই সে ভালো খেলতে পারেনি। অথচ ব্লগ ঘাটলে দেখা যাবে তার খারাপ খেলা প্রসঙ্গ নিয়েও শতশত পোষ্ট এসেছে। আরও অনেকেইতো খারাপ খেলছে, কিন্তু তাদের নিয়ে কিন্তু শতশত পোষ্ট আসে নি। পত্রপত্রিকাগুলো পর্যন্ত তার বিলিয়ে আসা উইকেট অথবা তার হতাশার ছবিকে শিরোনামে ছেপে দিয়েছে... আজকের খেলায়ও আশরাফুল হিট হলো তার মারাত্বক সেই ড্যান্স টা দিয়ে। যেখানে তামিম-শফিউলরা বাংলাদেশকে জিতালো, সেখানে ক্রিকইনফো পর্যন্ত তাদের আর্টিকেলে বেছে বেছে আশরাফুলের ড্যান্সের ছবিটাই দিয়েছে।

আমি ব্যাক্তিগতোভাবে মনে করি ঐ ড্যান্সটা কিছুটা ছেলেমানুষি হলেও, খেলায় ঐ ড্যান্সের একটা বড় রকমের প্রভাব পড়েছিলো। শুরু থেকেই বাংলাদেশ দল যে টিম স্পিরিটের অভাবে ভুগছিলো, ঐ টিম স্পিরিটটাই ফিরে এসেছিলো আশরাফুলের ঐ ড্যান্স অথবা ঐ উইকেটটা পরার পর থেকেই.... শুরু থেকে কিন্তু কেউ আত্ববিশ্বাসের সাথে ভাবতেই পারেনি যে এই রান করেও আইরিশদের বিপক্ষে জেতা সম্ভব। আশরাফুলের দ্বিতীয় উইকেট এবং আইরিশদের চতুর্থ উইকেট পড়ার পর, আর সেই বিখ্যাত ড্যান্সের পরই মনে হচ্ছিল যে এই রান নিয়েই জেতা সম্ভব... একনজের একটু ড্যান্সটা দেখে নেই... যে যাই বলুক না কেনো, আমি চাই আশরাফুল ভালো খেলুক। ছেলেটা অনেক বোকা এবং ভালো মানুষ। মনেপ্রানে চাই আশরাফুল তার পুরোনো আত্ববিশ্বাস ফিরে পাক।

আমার বিশ্বাস যারা আশরাফুলকে দেখতে পারেন না তারাও আশরাফুল ভালো খেললে খুশীই হবেন। আর আমার মনে হয় আশরাফুলকে এখন যারা গালি দিচ্ছেন তারাও একসময় আশরাফুলকে প্রচন্ড রকমের ভালোবাসতেন। হয়তো প্রচন্ড রকমের ভালোবাসা থেকেই আজ প্রচন্ড রকমের ঘৃণার জন্ম হয়েছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.