আমাদের কথা খুঁজে নিন

   

কি করে ফটোশপের সকল টুলস একসাথে রিসেট করবেনঃ

আস্লামুওলায়কুম আমরা আজকে দেখব কি করে ফটোশপে সকল টুলস একসাথে রিসেট করতে হয়। আমরা অনেকে ফটোশপে নতুন। ফটোশপে কাজ করতে গিয়ে অনেক সময় টুলস গুলো এলোমেলো হয়ে যায়। ফলে আমরা কমান্ড একটা দিয় এবং কাজ হয় আর একটা। তখন টুলস গুলো রিসেট করার মাধ্যমে এই সমস্যা থেকে উদ্ধার হওয়া সম্ভব।

কি করে ফটোশপের সকল টুলস একসাথে রিসেট করতে হয় এখন তা আমি আপনাদের সবিধারথে স্ক্রীন সটের মাধ্যমে দেখাবো। এর জন্য প্রথমে ফটোশপ খু্লে নিতে হবে। এবার ফটোশপের বাম পাশে টুল বক্স থেকে যেকোনো একটি টুলস এ ক্লিক করতে হবে

আমি ব্রাশ টুলস এ ক্লিক করছি আপনারা বিষয়টি সহজভাবে করার  জন্য আপনারাও ব্রাশ টুলস এ ক্লিক করুন এবার ফটোশপের মেনুবারে ব্রাশ সংক্রান্ত কিছু অপশন দেখতে পাবেন নিচের মত

এবার ব্রাশ টুলস সিলেক্ট থাকা অবস্থায় নিচের সচ্রীনসট অনুযায়ী ক্লিক করতে থাকুন



এখন আপনার ফটোশপের সকল টুলস রিসেট হয়েগিয়েছে মানে ফটোশপ প্রথম সেটআপ দেয়ার পর ফটোশপের সকল টুলসগুলো যে অবস্থায় থাকে সে অবস্থায় ফিরে এসেছে এভাবে ফটোশপ নতুন করে সেটআপ না দিয়ে ফটোশপের সকল টুলস একসাথে রিসেট করা যায়।
সবাকে পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ। এটি আমার প্রথম পোস্ট তাই যদি কোন ভুল হয় ক্ষমা করে দিয়েন।


আমার কোন ওয়েবসাইট নেই কিন্তু ফেসবুক আছে চাইলে একবার ঘুরে আসতে পারেন আমার ফেসবুক অ্যাড্রেস টিঃ
http://facebook.com/robin.islam.50364

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।