আমাদের কথা খুঁজে নিন

   

আজ সাথীকে বললাম



আমার কর্মক্ষেত্র থেকে একটি স্কুলে গিয়েছিলাম স্যুটিংয়ে। পরিচয় হয় সাথীর সাথে। অনেক ভাল একটি মেয়ে নরম স্বভাবেব অতিশয় সুন্দরী এবং লাজুক লতা একটি মুখ। তার সাথে প্রথম দিন কোন কথা হযনি। কারন আমি কাজের ক্ষেত্রে অন্য কোন বিষয়কে প্রাধান্য দিতে রাজী নই।

প্রেম ভালবাসার থেকে আমার কাজ গুরুত্বপূর্ন। স্কুলে অনেক মেয়েরা আমাকে কনভেনর্স করার চেষ্টা করেছিল কিন্তু কেউ আমাকে পটাতে পারেনি। কিন্তু তামান্না আমার নাগের কাছে তার নাক নিয়ে এসে আমাকে বলল যে আপনি কি হাসতে পারেন না। আমি একটু অপ্রস্তুত হয়ে বলেছিলাম কেন তুমি কি আমাকে হাসাতে চাও নাকি আমার হাসি দেখতে চাও। সে বললো আমার বান্দবীরা বলছে আপনি নাকি রোবট।

মন বলে কিছু নেই। কথাটা আমাকে বেশ যন্ত্রনা দিয়েছিল। পরে সাথে এসে ঐ একই কথা বলতে আমার ভিতরে ভিতরে জ্বর বাড়তে থাকে। পরের দিন রিহার্সেল করার পূর্বে আমি তাদের সাথে মিশে একাকার হয়ে গেলাম। বেশ মজা পেল সবাই।

এমন কি প্রোপোজাল দিতে শুরু করে কিন্তু আমি বুঝিনা বুঝিনা ব্যাস শেষ। স্যুটিং করে চলে আসলাম। সবার নং আমার কাছে ছিল। অন এয়ার যেদিন হয় তার আগের দিন আমার নং থেকে এসএমএস করে দিন ও সময় জানাতেই সবাই আমার মোবাইলে কল দিতে থাকে। পরে একদিন দুইদিন করে বেশ কয় দিন তামান্না ফোন দেয় আমিও তার প্রতি দূর্বল হতে থাকি নিজের অজান্তে।

তামান্নাকে বলে ফেলি মনের কথাটা কিন্তু সাড়া দিয়েও দেয়না। কথায় আছে না মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না ঠিক তাই। একমাস পরে তামান্না আমাকে বলে ভালবাসার কথা। আমি হ্যা না কিছু বললাম না। চলতে থাকে কথা।

এর মধ্যে আর কারো সাথে কোন কথা হয়না। সাথী আজ তার গ্রামের বাড়ী গেছে। বাবা মা কে রেখে হাটতে বের হয়েছে। সুযোগ পেয়ে আমাকে ফোন করলো। আমার সাথে বেশ একঘন্টা মত কথা বললো।

কিছুক্ষন পর আবার ফোন করলো। আমিও যেনো এলোমেলো হতে শুরু করলাম। সন্ধায় ফোন দিয়ে নিজের অজান্তে বলে ফেললাম, সাথী আমি মনে হয় তোমাকে ভালবেসে ফেলেছি। সাথী প্রথমে হ্যা না কিছু না বলে হাসতে থাকে। পরে বলে এটা কি হতে পারে? তারপর আবার বললো আমাকে দুই দিন সময় দিন।

আমি উত্তর জানাবো। ফোন কেটে দিলাম। কিন্তু সাথী কিছুক্ষন পর পর ফোন দিতে থাকে। আমি সত্যি যেনো তাকে। আমিও অজান্তে সাথী বললাম আই লাভ ইউ সাথী।

তারপর আর বলছি না। পরের ঘটনা বলবো মজার একটি ভালবাসার গল্পের মাধ্যমে। ভাল থাকো তামান্না ভাল থাকো সাথী। পাঠক বন্ধুরা আপনারা বলেদিন আমি তামান্নার নাকি সাথীর প্রেমে পড়েছি। দুইজনকেই ভালবাসার কথা বলেছি।

কি করবো ওরা দুইজনই আমাকে ভালবাসে। দুইজনই আবার একই স্কুলে পড়ে। কি করবো পাঠক বন্ধুরা? কি করা উটিৎ আমার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।