আমাদের কথা খুঁজে নিন

   

‘মটো এক্স’উন্মুক্ত করল মটোরোলা

অ্যান্ড্রয়েডনির্ভর নতুন স্মার্টফোন ‘মটো এক্স’ উন্মুক্ত করেছে গুগলের অধীন মটোরোলা। দীর্ঘদিন ধরেই ৪ দশমিক ৭ ইঞ্চি মাপের এ স্মার্টফোনটি নিয়ে প্রযুক্তি বাজারে গুঞ্জন ছিল। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।
মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড জানিয়েছেন, মটোরোলার নতুন স্মার্টফোনটির হার্ডওয়্যার তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। স্মার্টফোনটিতে কাস্টমাইজ করার বিশেষ সুবিধার পাশাপাশি ভয়েস কমান্ড, টাচলেস কন্ট্রোল সিস্টেম প্রভৃতি সুবিধা রয়েছে।

 আগস্টের শেষ ও সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র, কানাডা, লাতিন আমেরিকায় পাওয়া যাবে এ স্মার্টফোনটি।  দ্য ভার্জ জানিয়েছে, মটো এক্সের আনলক দাম হতে পারে ৩০০ ডলার।

এর আগে ২৯ মে বুধবার অল থিংস ডিজিটাল সম্মেলনে মটোরোলার প্রধান নির্বাহী ডেনিস উডসাইড মটো এক্স স্মার্টফোনের তথ্য নিশ্চিত করেছিলেন।  উডসাইড বলেছেন, বর্তমানে বাজারে থাকা স্মার্টফোনগুলোর তুলনায় মটো এক্স বশি ব্যবহারবান্ধব ও ইন্টারেকটিভ হবে। এ স্মার্টফোনটির ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী ভয়েস সার্চের মাধ্যমে তথ্য জানাতে পারবে।

গুগলের উন্নত সার্চ, নতুন প্রযুক্তির সেন্সর রয়েছে এতে। ডুয়াল-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত স্মার্টফোনটিতে রয়েছে উন্নত ডিসপ্লে রেজুলেশন। স্মার্টফোনটির পেছনে ১০ মেগাপিক্সেল ও সামনে দুই মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা রয়েছে, যাতে এইচডি মানের ভিডিওচিত্র ধারণ করা যায়। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।