আমাদের কথা খুঁজে নিন

   

ডিম আগে না মুরগী আগে?? (বৈজ্ঞানিক যুক্তি)

ডিম আগে না মুরগি আগে, এটা একটা জনপ্রিয় প্রশ্ন, অনেকেই অনেক ধরনের মতবাদ দিয়েছেন এই বেপারে, এই প্রশ্নের যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে না দেখেন তাহলে হয়তো আপনি কখনো এই প্রশ্নটির সঠিক কোন উত্তরে পৌছতে পারবেন না। এই প্রশ্ন সুধু আজকের না, অনেক আগে থেকেই এই প্রশ্নের উত্পত্তি হয়েছিল, এখানে গেলে বুজবেন আসলেই মানুষ এই বেপারে চিন্তা করত.
http://en.wikipedia.org/wiki/Chicken_or_the_egg
প্রথম কথা, সৃষ্টির প্রথমে এত প্রাণী ছিলনা পৃথিবীতে, আস্তে আস্তে নতুন সব প্রানের আবির্ভাব হয়েছে, যা মিউটেশন নামে পরিচিত. সকল প্রানের উত্পত্তি হয়েছিল প্রথম কোষ থেকে যা তৈরী হয়েছিল জলজ ও উত্তপ্ত পরিবেশ থেকে এবং ওটি ছিল এককোষী. এখন কথা হলো মুরগি পাখিদের গোত্রের, আর পাখিরা সরীসৃপ থেকে এসেছে, সরীসৃপ রাও ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়. আচমকা মিউটেশন বা হঠাৎ জিনগত রদবদল যে কোনো প্রানিতেই হতে পাড়ে, এটা মানুষের ক্ষেত্রেও হয় অনেক সময়, কোন সরীসৃপ এর ডিমে ঘটে যাওয়া আচমকা মিউটেশন বা হঠাৎ জিনগত রদবদল ফলে সৃষ্টি হয়ছিল আদিম পাখিদের। এবং যে কোনো প্রাণী পরিবেশ এর মাধ্যমে আকার আকৃতির পরিবর্তন ঘটে, তাই প্রথম অবস্থায় যে মুরগি হয়েছিল তা হয়ত অন্য ধরনের ছিল, ধীরে ধীরে তাদের এই পরিবর্তন ঘটে ও বর্তমান মুরগির আবির্ভাব ঘটে. যেহেতু মিউটেশন শুধুমাত্র ডিম বা ভ্রুণের মধ্ধেই ঘটে তাহলে বলা যায় ডিম এর পরে মুরগি আসে, এবং এও প্রমান হয় যে মুরগির মত অন্যসব পাখিদের এই কারণেই আবির্ভাব ঘটেছে. তাহলে ডিম আগে তারপরে মুরগি.

সোর্স: http://www.techtunes.com.bd/     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।