আমাদের কথা খুঁজে নিন

   

আমি এখন ইঞ্জিনিয়ার

:)

এইদিনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেসিলাম , শেষ পর্যন্ত আসল তাইলে । বুয়েট লাইফের লাস্ট সেমিস্টারটা সেই রকম লাফালাফির মধ্যে পার করলাম । শখের বশে পার্ট টাইম একটা সফটওয়ার কোম্পানীতে ঢুকে জীবন পুরাই তেজপাতা হয়ে গেল । ক্লাস করেই দৌড় মহাখালী জব এ । চাকুরী আর পড়াশোনা ২ টা একসাথে করা যে কি কষ্টটা যারা করে তারাই বুঝে ।

না পড়ে পড়ে সব ক্লাসটেস্ট দিতাম আর বহুত কষ্টে এসাইনমেন্ট গুলা করতাম টাইম বের করে । আমাদের বুয়েট ২ দিন ছুটি আর ওই ২ দিন ই অফিস খোলা থাকত । এত কিছুর মধ্যেও কিন্তু ৪-২ টা জীবনের বেস্ট টাইমগুলার মধ্যে একটা ছিল , বিশেষ করে র‍্যাগ এর টাইমটা । উফফ ঐ দিনগুলা যদি আরেকবার ফিরা আসত (ড্রে ড্রিমিং এর ইমো )!!! গত কাল আমার আসল চাকুরী জীবন এর ১ মাস পূরন হইল । ৪-২ এর লাস্ট পরীক্ষার মাঝেই "তুমি আমি তুমি" তে ভাইভা ও প্রেজেন্টেশন দিসিলাম ।

পরীক্ষার শেষ হওয়ার পরের দিনই ঐখান থেকে ফোন আসলো জয়েনিং এর । এই ১ মাস খুব দ্রুতই কেটে গেল । বিগত কয়েকদিন নানা কারনে বেশ একটা মানসিক চাপের মধ্যে ছিলাম , একজন বিশেষ মানুষকে অনেক অনেক ধন্যবাদ এই পুরা সময়টা সে আমার সাথে ছিল এবং সে না থাকলে আসলে আমি আরো বেশি ভেঙ্গে পড়তাম । নোভিয়া দোস্ত অসংখ্য ধন্যবাদ , যদিও আমি জানি তুই হয়ত ব্লগটা কখনও পড়বিই না । আজকে নিজেকে কেমন যেন ফ্রি ফ্রি লাগতেসে।

আল্লাহ আসলে অনেক মেহেরবান । এই ব্লগটা আসলে খুশির ঠেলায় লেখা , একটা বিশাল টেনশন ও চাপ থেকে আজকে মুক্তি পাইলাম , একটু সন্দেহ ছিল যে সব সাবজেক্ট এ পাশ করে মান সম্মান নিয়া ইঞ্জিনিয়ার হয়ে আদো বুয়েট থেকে পাশ করে বের হতে পারব নাকি । আর এই ব্লগ উৎসর্গ করলাম সেই মানুষটাকে যাকে সি এস ই ০৫ এর সবাই গর্বের সাথে স্মরন করে আমাদের ওয়ান এন্ড অনলি সুমাইয়া । অল ৪ নিয়া পাশ করে ও আমাদের ব্যাচটাকে স্মরনীয় করে রাখল সবার মধ্যে । ধন্যবাদ সুমাইয়া শুধু এটার জন্যই নয় , তোমার কারনে আমরা এত গুলা মানুষ যে এত দিন ধরে খালি ক্লাসনোট পড়েই পাশ করে আসতেসি এই অবদান আমরা ভুলবা না ।

অনেক শুভকামনা তোমার জন্য ও ঈর্ষা জুনিয়ার ব্যাচগুলার প্রতি যে ওরা তোমাকে তাদের শিক্ষক হিসাবে পাবে । ----------------------------------সকলের দোয়াপ্রার্থী --------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।