আমাদের কথা খুঁজে নিন

   

এটা কি গণহত্যা নয়?

খবর এর ভিডিও ক্লিপ দেখলে দেখা যায় যে শিশু কিশোর রাও ঢিল ছুড়ছে। আর তাই পুলিশের গুলিতে যে এরাও মারা যাচ্ছে তা নাকি যথার্থ !!! (একজনের কাছে শুনলাম এই কথা ) যারা এতে সমর্থন দিচ্ছেন তাদেরকে বলছি- সবাই যে জেনে বুঝে আন্দোলনে আসে তা কিন্তু না। শাহবাগে ২-৩ বছরের বাচ্চাদেরকেও দেখা গেছে। কারণ? তার বাবা মা এর সাথেই সে এসেছে। সে তো মুক্তিযুদ্ধ ও জানে না,যুদ্ধাপরাধী ও জানে না ।

তেমনি ১০-১২ বছরের ১ জন ছেলে ঠিকমত জানে না যে কোনটা করা উচিত আর কোনটা উচিত নয়। সে হয়ত এসেছে তার কোন প্রতিবেশি বা বড় ভাই এর কথায় অথবা কৌতুহল থেকে । এর শাস্তি কি গুলি খেয়ে মারা যাওয়া ??? আসলে যে যত অপরাধী ই হোক-বিচার বহির্ভূত হত্যা কখনো কাম্য না। আমাদের পুলিশ-আর্মি-র‌্যাব-বিজিবি...পারসোনেল তো একেবারে কম না । জলকামান-বুলেটপ্রুফ জ্যাকেট-হ্যান্ডকাফ-দড়ি-লাঠি আর রিসেন্টলি আনা মরিচের গুড়া তো আছেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেগুলো ইউজ করা যায় না? গুলি করে এভাবে মানুষ মারা বিশেষ করে একজন অপ্রাপ্তবয়ষ্ক ছেলে বা মহিলার উপর গুলি করা অথবা পথচারী কে মেরে ফেলা যুদ্ধাপরাধ থেকে কোন অংশে কম কি ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।