আমাদের কথা খুঁজে নিন

   

যারা একদমই সহ্য করতে পারেন না বাংলালায়ন কে, তাদের জন্য এই পোস্ট



বাংলালায়ন থুক্কু বাংলালায়ার যে সকল কথা ওদের ওয়েব পেজে লিখিনি তা আমি আজ লিখেছি, কোনো পয়েন্ট বাদ পড়লে আমাকে কষ্ট করে জানাবেন। ওদের ওয়েবে যা লেখা উচিত ছিল তা নিম্নরুমঃ- ১। আমারা ৩০০ টাকা দিয়ে মডেম এনে ৪০০০ টাকা দিয়ে বিক্রি করি। ২। আমারা নিজেরাও জানি না ফেয়ার ইউজেস পলিসি সম্পর্কে।

৩। মাথায় হাত বুলিয়ে জনগনের হোগা মারি। ৪। মাস শেষে ইচ্ছা মত বিল করি। ৫।

আমারা নাম দিয়েসি বাংলালায়ন কিন্তু আমরা আচারন করি কুকুরের মত। ৬। মাঝে মাঝে জনগনের আকর্ষণ বাড়ানোর জন্য নানা রকম ফন্দি-ফিকির করি। ৭। এক ম্যাক আইডি দিয়ে চোদ্দ জায়গায় মডেম বেচি।

৮। আমাদের কত কর্মচারী তা আমরা নিজেরাও জানি না। ৯। আমরা ভিআইপি দের ফ্রী মডেম দিয়ে থাকি। ১০।

আমাদের কাস্টমার কেয়ারে যারা বসে তারা সকলে ম্যাট্রিক পাশ। ১১। সেলফ কেয়ার নামে যে অপশন আসে সেখানে সিকুরিটির কোন বালাই নাই। উলেখ্য কোন পয়েন্ট বাদ পড়তে পারে, তা অবিশ্যি জানাবেন।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.