আমাদের কথা খুঁজে নিন

   

ভূমি-বীজ

http://melbondhon.yours.tv

পৃথিবীর সর্বোচ্চ বরফের জটাধারী শৃঙ্গ, শান্ত আর পবিত্র.. বিশাল পর্বতমালায় স্থাপিত। অমৃত সম তরল গড়িয়ে এসে, সৃষ্টি করেছিল গভীর নদী-খাদ। স্ত্রী-পর্বতকে যেন আলিঙ্গন করে রেখেছে, এখানেই উদয়াস্ত চাঁদ.. রুদ্রাক্ষের মত ঔষধি বৃক্ষের জন্ম দিয়ে চলে; বিষাক্ত সাপ আর পশুপাখিরাও বিচরন করে মহাআনন্দে। ত্রিশূল হাতে ডমরু বাজিয়ে পর্বতবাসীরা আনন্দে মাতোয়ারা, পাহাড়ের দুষপ্রাপ্য লবনে সমৃদ্ধ সভ্যতা সৃষ্টিকারী নদ নদীরা; অল্পজ্ঞ বুঝিনা আমরা প্রকৃতির লীলাখেলা; যারা করেছিল প্রকৃতির গান তাঁরাই বেঁধে ছিল ভেলা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।