আমাদের কথা খুঁজে নিন

   

Best Friendship Is The Modern Definition Of LOVE

I often see flowers from a passing car That are gone before I can tell what they are Haven gives its glimpses only to those Not in position to look too close…

আজ কাল নতুন একটা FASHION দেখি আমাদের বিস্ববিদ্যালয়ে......কেউ স্বীকার করে না তার সম্পর্কের(relation) এর কথা......সবাই বলে-"we r just friends!!!"কিন্তু friends,বয়সের তো একটা চোখ আছে, তাইনা?সেই চোখে কিন্তু ধরা পড়ে যায় সম্পর্কের আসল রূপ...... তোমরা বল "এটা আমাদের friendship", আর আমরা বলি "Friendship is the modern definition of love."কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করি............ আমাদের বিভাগের তি আপু আর তৌ ভাইয়া। সব সময় এক্সাথে। ক্লাসে বসবে এক্সাথে...লাইব্রেরিতে এক্সাথে......ঘুরতে যাবে এক্সাথে...ক্যাফে তেও দেখব এক্সাথে......মাঝে মাঝে হিন্দি সিরিয়াল এর আম্বার-ধারার নতুন সংস্করণ মনে হয়। আমারা জুনিয়র,কিছু জিগাইতে পারি না। কিন্তু খাতিরের সিনিয়র রা তো আচে...তাগরে জিগাইলে কয় "অরা just friend".জানি যে সত্যি বলে নাই......আমাদের কাছে তো আর থলের বিড়াল বের করা যায় না......কিন্তু!!!জুনিয়র বলে কথা!!! আমার রুমমেট আপু...... রাত ১২ টা বাজলেই ফোন নিয়ে রুমের বাইরে।

ফিরতে ফিরতে রাত আড়াইটা!! যদি জিজ্ঞেস করি "আপু, কার সাথে এতো কথা বল?"জবাব আশেঃ আমার BEST FRIEND!!! শুনে একটু মুচকি হাসি দেই। আমার দুই ক্লাসমেট দি আর হা। কখনো ওদের একসাথে ডেখা যাবে না। কিন্তু...ক্লাসের মধ্যেও দুইটা ফোনে কথা বলে, এস এম এস চ্যাট করে। একসাথে ঘুরতে যায়... হাত ধরে নৌকাতে বসে থাকে।

আবার কীশূ বললে বলে...... ও আমার শুধুই BEST FRIEND........ এত সব কাহিনী দেখে আমরা মাঝে মাঝে CONFUSED হয়ে যাই। কিরে, ভালোবাসার সংজ্ঞা কি তাইলে বদলাইয়া গেল দিন বদলের সাথে সাথে??? আমার এই জনগুরুত্তপূর্ণ প্রশ্নের জবাব দিলো আমার বান্ধবী মি.................."BEST FRIENDSHIP IS THE MODERN DEFINITION OF LOVE": হায় রে, আমার যদি এই রকম একটা BEST FRIEND থাকতো!!!!! আর একটা কথা...নিজের নিরাপত্তার খাতিরে নামগুলার শুধু প্রথম অংশটাই লিখলাম......B- পুনশ্চঃ আমার বড় ভাইয়া আর ভাবি ও ওদের সুদীর্ঘ চার বছরের সফল প্রেম জীবনে কোনদিন এই কথার বাইরে আর অন্য কিছু বলে নাইঃ "We are just best friends".Bag এর Cat বেরিয়েছিল বিয়ের পর!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।