আমাদের কথা খুঁজে নিন

   

A BEAUTIFUL MIND হৃদয় ছুয়ে গেল। ভাল লাগার আর ভালবাসার মুভি।

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......
A BEAUTIFUL MIND সত্যিই অসাধারন একটা মুভি। গল্পের প্লটটা খুব সুন্দর। ভালবাসা সব কিছুকেই জয় করতে পারে- মুভিটিতে তা ভালভাবেই দেখানো হয়েছে। ছবিতে নায়ক Schizophrenia নামক ভয়ঙ্কর মানসিক রোগে আক্রান্ত থাকে। কিন্তু সে অসম্ভব মেধাবী একজন গনিতবিদ।

বাস্তব জগতের সাথে একটি অবাস্তব জগত তার মনে জায়গা করে নেয় প্রতিনিয়ত। কিন্তু এটা কেউ অনুধাবন করতে পারত না। সবাই ধরে নিত মেধাবীরা একটু পাগ্লাটেই হয়। MIT তে ক্লাস নিতে গিয়ে একটি মেয়েকে ভাল লাগে তার। হয়ে যায় একটি সুন্দর সম্পর্ক যার পরিনতি পরিনয়ে।

কিন্তু তার মানসিক রোগটা কিছুদিন পর ধরা পড়ে। সে একাকী অনুভব করে। তার সঙ্গিনী তার পাশে থাকে সবসময়। নিজের অপার চেস্টা আর প্রিয় সঙ্গিনীর ভালবাসায় সে জয় করে তার দুরারোগ্য রোগটিকে। ছবির শেষ দিকে গনিতে অবদান রাখার জন্য তাকে নোবেল প্রাইজ এ্যাওয়ার্ড দেয়া হয়।

সেখানে সে এর সবটুকু ক্রেডিট দেয় তার ভালবাসার মানুষটিকে যে তার ভয়ঙ্কর রোগটির কথা জেনেও তাকে ছেড়ে যায় নি বরং তাকে সবসময় অনুপ্রেরনা দিয়ে পাশে থেকেছে। ছবির ডায়ালগগুলো ভালভাবে বুঝলে আবগে আপ্লুত হয়ে যাওয়া খুব বেশী স্বাভাবিক। সাবটাইটল যদি না থাকে তাহলে মুভির নামের সাথে subtitle লিখে সার্চ দিয়ে ফাইলটি নামিয়ে নিন। তারপর নামানো ফাইলটা প্লেয়ার এর ছেড়ে দিন। অটোমেটিক subtitle দেখতে পারবেন।

ছবিটি দেখার জন্য অনুরোধ থাকল।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।