আমাদের কথা খুঁজে নিন

   

কবি তুমি ভুল ছিলে

অপরকে মানুষ মনে করেন তাহলে নিজেও মানুষ হতে পারবেন। কবির উক্তি '' মরিতে চাহিনা এই সুন্দর ভুবনে''। কিন্তু কবির এই মহান উক্তিটিকে ভুল প্রমান করার জন্যে জামাত- শিবিরের ধবল ধোলাইকৃত মস্তিষ্কগুলো উঠে পড়ে লাগছে। কতটা আবাল হইলে এইসব ধবল ধোলাইকৃত মস্তিষ্ক বলতে পারে ''সাঈদিকে নয় আমাদের মার'' এই একটা মানুষকে বাচানোর জন্যে কত নিরীহ মানুষ মরছে। আজকে এক শিশু মরল কি দোষ ছিল তার??? শুনেছি সাতকানিয়াতে কালকে তারা ফাকিস্তানের পতাকা উড়িয়েছে।

সত্যত­ া কতটুকু জানিনা। যদি সত্য হয় তবে বলছি কোন দেশে দাড়িয়ে,কোন ভাষায় কথা বলে এইসব করতেছস??? দেশটা কি বংগোপসাগর দিয়া ভেসে আসছে??? আর মিস্টার মখা আপনি কি দেখে এখনো বলতে পারছেন পরিস্তিতি নিয়ন্ত্রণে। সেনাবাহিনি নামার মত অবস্থার সৃস্টি হয়নি এখন। গত ২ দিনে কতজন মারা গিয়েছে এই সংঘাতে তা কি জানেন???? বিরোধি দলীয় নেত্রি বেগম খালেদা জিয়া আমরা আংগুলা চুষি। শুধু শুধু ছাগলের তিন নাম্বার বাচ্ছার মত না লাফায় সাইডে যান।

ক্ষমতায়্ত ছিলেন ১০ বছরের মত একটা রায়তো দিতে পারেন নি। রায়তো দুরের কথা বিচারের নাম ও নেননি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।