আমাদের কথা খুঁজে নিন

   

আজব হলেও সত্যি



১৮৭৭ সালে অনুষ্ঠিত হয় প্রথম টেস্ট ম্যাচ। ওই টেস্টে ইংল্যান্ডকে ৪৫ রানে হারায় অস্ট্রেলিয়া। ঠিক ১০০ বছর পর অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের শততম টেস্টের ফলাফলও ছিল একই! ১৯৯৭-৯৮ মৌসুমের কথা। পাকিস্তানে টেস্ট খেলতে এসেছে দক্ষিণ আফ্রিকা। বোলার মোশতাক আহমেদ আর ব্যাটসম্যান প্যাট সিমকঙ্।

একটা বল ব্যাটের গায়ে লাগাতে পারেননি সিমকঙ্। বলটাও গিয়ে সোজা আঘাত হানল একেবারে মাঝের উইকেটে। পাকিস্তানি ক্রিকেটাররা উল্লাস শুরু করলেও আউট হলেন না সিমকঙ্। আম্পায়ারও আউট দেননি। কেন? উইকেটের বেল যে পড়েনি! ক্রিকেট ক্রিজের দুই পাশে তিনটি করে উইকেট থাকে।

কিন্তু ১৯৬৩ সালে লর্ডসের এক খেলায় ছিল চারটি করে উইকেট! এলবিডাবি্লউর নিয়ম পরীক্ষা-নিরীক্ষা করতেই ওই চার উইকেট দিয়ে খেলাটি হয়েছিল। ক্রিকেট ইতিহাসের দীর্ঘতম ম্যাচটি হয়েছিল ১৯৩৯ সালে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে। দক্ষিণ আফ্রিকার ডারবানে ১৪ দিন ধরে হয়েছিল খেলাটি। খেলার বয়স আরো এক দিন বাড়ত। কারণ পরদিনই ইংল্যান্ডের খেলোয়াড়দের দেশে ফেরার জাহাজ ধরতে হয়েছিল।

খেলা হচ্ছিল বারবাডোজ আর ব্রিটিশ গায়ানার মধ্যে। কোনো ওয়াইড আর নো বল ছাড়াই খেলার এক ওভারে করা হয় ১৪ বল! আট বল বেশি! কারণ আর কিছুই নয়, আম্পায়ার বল গুনতে ভুল করেছিলেন। ঘটনাটা ১৯৪৬ সালের। টেলিভিশন রিপ্লে দেখে রান আউট হওয়া প্রথম ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ফিল্ডার ছিলেন জন্টি রোডস।

পরদিন ওই একই টেস্ট ম্যাচে জন্টি রোডসও একইভাবে আউট হন। আর ফিল্ডার ছিলেন শচীন! পুর্বে প্রকাশিত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।