আমাদের কথা খুঁজে নিন

   

'আমরা'দের কোরাস

বাঙলা কবিতা

'আমরা'দের কোরাস ---------------- আমরা তো গৃহকোণে উত্তেজিত হই উত্তেজিত থাকি; মনে মনে যুদ্ধ করি, মাঠে যেতে বাকি। আমরা তো বংশ ভালো রাত্রিকালে আলো, জ্বলি-নিভি, খেলা করি___ জোনাকি জোনাকি; আমরা তো কণ্ঠ ভালো সংগীতের পাখি; আমাদের সুরে সুরে ঘুমের শিশুও খায় ঝাঁকি। আমরা তো নেতাদের ভিত! আমরা তো মুড নাই তবু গাই____ জাতীয় সংগীত; আমরা তো সারা রাত জাগা মানুষ কাটিয়া করি ভাগা আমরা তো সবারে ভাগাই সর্বত্র লাগাই দিকে দিকে নেতাকে জাগাই; আমরা তো কতো কতো কিছু এটা সেটা আরও হেন-তেন! মামুরা, পারিলে ইট্টু সিনেমায় লাগাইয়া দ্যান!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।