আমাদের কথা খুঁজে নিন

   

আর কত বয়স হলে বয়স্কভাতা পাবেন শতবর্ষী তহিরন নেছা

সাংবাদিক, শিক্ষক

শৈলকুপা উপজেলার শ্যামপুর গ্রামের তহিরননেছা। বয়স ১০০। বৃদ্ধার শরীরে এখনও রোগ বাসা বাঁধেনি। চলাফেরার জন্য কারও সহযোগিতার প্রয়োজন হয় না তার। খাবারে অরুচি নেই।

সহমর্মিতা থাকলেও আর্থিক সহযোগিতা করার মতো কেউ নেই তার। বয়স হিসাবে তার বয়স্কভাতা পাওয়ার কথা থাকলেও এখনও সরকারের কাছ থেকে তা পাননি তিনি। শৈলকুপা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মৃত আহেজ মণ্ডল তছিরনের স্বামী। দেশ স্বাধীন হওয়ার পরে তাকে ছেড়ে পরপারে চলে যান স্বামী। অসচ্ছলতায় ভরা সংসার তছিরনের।

জরাজীর্ণ ঘরের মলিন বিছানায় রাত কাটে তার। ছেলে তোফাজ্জেল হোসেন বলেন, শ্রমজীবী পরিবারের মানুষ তারা। সীমিত আয়ের সংসারে ৬ ভাইয়ের মধ্যে বর্তমান জীবিত ২ ভাই ও ৪ বোনের মধ্যে জীবিত ১ বোন। প্রত্যেকের রয়েছে পৃথক সংসার, বউ-ঝি ও নাতি-পুতি। অর্থকষ্টের কারণেই তারা বৃদ্ধ মায়ের সেবা করতে পারেন না।

তিনি আরও বলেন, একাধিকবার কমিশনার এবং মেয়রের কাছে বয়স্কভাতা ও সরকারি সুযোগ-সুবিধার জন্য ধরনা দিয়ে কাজ হয়নি। মেলেনি একটি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড। তহিরননেছার নাতি রাশিদুল অভিযোগ করেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার দাদী বয়স্কভাতা থেকে বঞ্চিত হয়েছেন। একই বাড়িতে ভাতা পাওয়ার উপযুক্ত আরও দু’জন বিধবা মহিলা রয়েছেন। একজন বড় ছেলের স্ত্রী, অপরজন তার মেয়ে।

মেয়েটি বিধবা হওয়ার পর থেকে তাদের সংসারেই রয়ে গেছে। তাদের ভাগ্যেও জোটেনি বিধবা ভাতা। বৃদ্ধ তহিরননেছা হাতের আঙ্গুল গুনে ৬ কুড়ি বয়সের কথা স্বীকার করে বলেন, ১১ বছর বয়সে তার বিয়ে হয়। বয়স্কভাতা সম্পর্কে ১নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সেলিম রেজা ঠাণ্ডু বলেন, তহিরননেছার নাম এবার তালিকায় পাঠানো হবে। অভিযোগ করা হয়েছে সমাজসেবা দফতরের অসাধু কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে সংশ্লিষ্টজন প্রতিনিধিরা বয়স্ক ও বিধবা ভাতার তালিকা তৈরির সময় দুর্নীতি করে আসছে।

তালিকায় নাম উঠানোর জন্য টাকা দিতে হয় তাদের। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী বলেন, তছিরনের নাম তালিকাভুক্ত না হওয়া দুঃখজনক। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।