আমাদের কথা খুঁজে নিন

   

শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ, তিন কারখানায় হামলা-ভাঙচুর



বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার গিলারচালা এলাকায় ওয়ানটেক্স এপারেল পোশাক কারখানার শ্রমিকেরা আজ মঙ্গলবার বিক্ষোভ করছে। আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের নিয়ে তাঁরা তিনটি কারখানায় হামলা ও ভাঙচুর চালায়। এ কারণে সকাল সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওয়ানটেক্স কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে নয়টার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। পরে পার্শ্ববর্তী কয়েকটি কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে যোগ দেন। তাঁরা ওয়ানটেক্স, পেনডোরা সোয়েটার ও প্যারামাউন্ট কারখানায় হামলা এবং ভাঙচুর চালায়। এ কারণে কারখানার পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ১০টার দিক আবার যান চলাচল শুরু হয়। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।