আমাদের কথা খুঁজে নিন

   

a typical/atypical morning, 22nd feb,2011.

আমি একজন বুয়েটিয়ান, ব্লগপাঠক। সবসময়ই খুব সহজ-সরল ভাবে সবকিছু দেখতে ও চিন্তা করতে চাই :)

আজকের সকালটি অন্যসবদিনের চেয়ে আলাদা হওয়ার কোন কারন নেই, ঘুম থেকে সকাল ৭-২০ এ উঠার পর নিয়মিত রুটিন, যা গত ১ মাস ধরে চলে আসছে টার্ম ফাইনালের পর ভার্সিটি ছুটি হওয়ার পরদিনটি থেকে। তনয়া এবার ভার্সিটির ২য় বছরের ২য় সেমিস্টারে উঠবে। আজ রাতে তার ১ম সেমিস্টারের রেজাল্ট দেয়ার কথা ভার্সিটির ওয়েবসাইটে। সকালে ঘুম থেকে উঠতেই তার এ কথাটি মনে হলো, কিন্তু ভয় যে পেলো তা না।

সে সাধারনমাপের ছাত্রী, খুব ভালো রেজাল্টের আশা সে করে না, শুধু এটুকুই চাওয়া, আগের টার্ম এর চেয়ে যেনো ০.০১ হলেও জিপিএ টা বাড়ে। আজ সকাল অন্যদিনের চাইতে খুব একটা আলাদা না হইলেও আজ সকালে সে ১টা গল্পের বই পড়বে। হুমায়ূন আহমেদের লিখা বহু পুরান উপন্যাস "কৃষ্ণপক্ষ"। আগেরদিন রাতেই সে pdf টি পেয়েছে তার বন্ধুর কাছ থেকে। সকালের নাস্তা খেয়েই গল্পটি পড়া শুরু করেছিলো।

এটি একটি প্রেমের উপন্যাস। গল্পের নায়িকার নাম অরু। পালিয়ে বিয়ে করার পরই একের পর এক ঘটনা তার জীবনে ঘটতে থাকে। তনয়া প্রায় এক নিঃশ্বাসে গল্পটি পড়ে শেষ করলো ২ ঘন্টার মধ্যে। পড়তে গিয়ে চোখের পানিও ফেলেছে সে।

গল্পটিতে ভিন্নধর্মী কিছু না থাকলেও তার পড়া বেস্ট প্রেমের উপন্যাসগুলোর তালিকায় এটিও যোগ হলো। সকালের খবরের কাগজ পড়া হয় নাই এখনও। তনয়াদের বাসায় যে ৩টি খবরের কাগজ রাখা হয় তার একটি হলো 'বাংলাদেশ প্রতিদিন'। আজ এ কাগজের শোবিজ পেজে আলোচিত নাটক অভিনেত্রী প্রভার বেশ বড় ছবি সহ ১টি খবর ছাপা হয়েছে, "আমি প্রভা বলছিঃ সব দোষ কি আমার?"। লিখাটা প্রভার নিজের বলা কিছু কথা নিয়ে।

প্রভাও অরু'র মত পালিয়ে বিয়ে করেছে, তবে বাকি সব কাহিনীই আলাদা। লিখাটা পড়েও খারাপ লাগলো। সব মানুষই ভুল ত্রুটি করে। পার্থক্য শুধু এটুকুই, কেউ পরে তা উপলদব্ধি করে, কেও সারা জীবন পার হয়ে গেলেও করে না। সকালের চায়ের কাপে চুমুক দিতে দিতে দিনদুনিয়ার সব এলোমেলো চিন্তাগুলি যেনো তাকে আচ্ছন্ন করে ফেললো... ... ... পুনশ্চঃ অনেকদিন ধরে কিছু লিখা হচ্ছে না।

কিন্তু কিছু লিখতে চাইতেসিলাম। কাহিনী পাই নাই। পাঠকগণ, লেখাটি পরে বিরক্ত হইলেও হইতে পারেন, কখনো কোন কিছু পড়ে বিরক্ত না হলে ভালো কোন লিখা পড়ার আর মজা পাবেন না। ধন্যবাদ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।