আমাদের কথা খুঁজে নিন

   

নরম কর্মসূচি ঈদের পর চরম হবে: মওদুদ

শুক্রবার সকালে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “নির্দলীয় সরকারের দাবিতে ঈদের পর আমরা কঠোর কর্মসূচি শুরু করব। সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর- এই দুই মাসে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। এমন কর্মসূচি দেয়া হবে যাতে দেশে গণবিস্ফোরণ ঘটে। ’’
আসন্ন নির্বাচন ‘স্বাধীনতার পক্ষের-বিপক্ষের নয়’ বরং ‘গণতন্ত্রের পক্ষের-বিপক্ষের’ মধ্যে হবে বলেও তিনি মন্তব্য করেন।
‘‘ এতোদিন আমরা নরম কমসূচি দিয়েছি।

এখন চরম পর্যায়ে কর্মসূচি হবে। ’’
তার আগেই সংকট নিরসনে সরকারকে সমঝোতার পথে আসার আহবান জানিয়ে মওদুদ বলেন,  “ যদি দলীয় সরকারের অধীনে নির্বাচনের পথে সরকার এগোতে থাকে, তাহলে অবরোধ-ঘেরাও -লাগাতার হরতালের মতো কর্মসূচি দিয়ে দেশকে অচল করে দেয়া হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছাড়বে না। ’’
স্বদেশ মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্রের পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
২০০৭ সালের শুরুতে নির্বাচন বর্জন করে আওয়ামী লীগের লগি-বৈঠা কর্মসূচির কথা মনে করিয়ে দিয়ে মওদুদ বলেন, ‘‘ আমরা ওইরকম কর্মসূচি দেব না।

কোনো হঠকারী কর্মসূচি দেয়া হবে না। আমাদের কর্মসূচি হবে সময়োপযোগী ও কঠোর। যাতে জনগণ ওই কর্মসূচিতে সম্পৃক্ত থাকে। ’’
সরকারের উদ্দেশ্যে সাবেক এই আইনমন্ত্রী  বলেন, “মরা চলমান সংকটের সমাধান চাই। তবে সেই সমাধান হতে হবে ব্যালটের মাধ্যমে নিদর্লীয় সরকারের অধীনে শান্তিপূর্ণভাবে নির্বাচনের মাধ্যমে।

’’
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন হবে বর্
মান আওয়ামী লীগ সরকারের অধীনেই, যার বিরোধিকা করে বিএনপি ও শরিক দলগুলো তত্ত্বাবধায়ক ব্যাবস্থা ফেরানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।
স্বদেশ মঞ্চের সভাপতি মামুনুর রশীদ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুব দলের সহসভাপতি ফারুক আহমেদ আলোচনা সভায় বক্তব্য দেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।