আমাদের কথা খুঁজে নিন

   

তখন মিলিয়ে গেছে সন্ধ্যে...

নিজেকে চেনার আছে অনেক বাকি...
আমি হাঁটছিলাম চত্বরেরও কিছুটা সামনে অন্ধকার রাত,বাতাস বইছিল কনকনে। আকাশে চাঁদ ছিল কিনা মনে নেই, শুধু মনে আছে- আমি ডুবে যাচ্ছিলাম মাতাল করা গন্ধে। তখন মিলিয়ে গেছে সন্ধ্যে... আমি যতই এগুচ্ছিলাম,গন্ধ ততই তীব্র হচ্ছিল। আমি এগুচ্ছি,গন্ধ তীব্র হচ্ছে... আমি এগুই,গন্ধ তীব্র হয়। আমি বুক ভরে নিশ্বাস নিই।

আমার শিরা-উপশিরায় পৌঁছে যায় হাসনাহেনার মাতাল করা সুবাস। আমি হেঁটে চলি রাস্তাকে বামে রেখে। ফুল কিংবা গাছ-কিছুই দেখি না আমি ক্রমশ হারিয়ে যাই আমি গন্ধ-সরোবরে। তারপর সব সাদা হয়ে যায় হঠাৎ করে। তারপর শুধু তুমি আর আমি।

তুমি-আমি হাঁটতে থাকি শুভ্র রাস্তাধরে- হাতে ধরে হাত, পাশাপাশি কাঁধ, জানি না কোথায়-অজানা গন্তব্যে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।