আমাদের কথা খুঁজে নিন

   

২ (দুই) টাকায় বিয়ে!

আমি মানুষ। আমি মুসলিম। আমি বাংলাদেশী। আমি বাঙালী।

আমার বয়স তখন ৪ কি ৫ হবে।

ছোট মামার বিয়ে হবে। আম্মু মামার জন্য কনে খুজে বেড়ায়, সাথে আমিও। খুনই একসাইটেড। একদিন হঠাৎ করে আম্মু কে বলে বসলাম,"আম্মু আমি বিয়ে করবো! আমার জন্য মেয়ে দেখো! মামার আগে আমার বিয়ে হতে হবে!" ছোট থাকতে খুবই একরোখা ছিলাম। কোন কিছু চাইলে তা দিতেই হতো।

না দিলে পুরো দুনিয়া উদ্ধার করতাম! আম্মু বললো নানার কাছে গিয়ে বলতে। নানাকে গিয়ে বললাম। নানা বললেন,"বিয়ের জন্য তো অনেক টাকা লাগে। তোমার টাকা কোথায়?" আমার বুক পকেটে ২ টাকার একটি নোট ছিল। নোটটি বের করে বললাম, "এই যে আমার টাকা!" নানা বললেন,"এই টাকায় তো হবে না।

আরও টাকা লাগবে!" আমার সোজা উত্তর,"বাকিটা আপনি দিবেন!!!"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।