আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা...

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর।

বাংলা আমার বাংলা তোমার বাংলা সবার বোল বাংলা মনের দোল। বাংলা লিখার বাংলা বলার বাংলা শিখার পথ বাংলা কবির মত। বাংলা জীবন বাংলা মরন বাংলা খুনের দান বাংলা জাতির মান। বাংলা কবির বাংলা ছবির বাংলা গানের সুর বাংলা সুখের ভোর।

বাংলা আপন বাংলা স্বপন বাংলা ফুলের মাঠ বাংলা গুনের হাট। বাংলা জাগায় বাংলা হাসায় বাংলা জীবন নাও বাংলা নিপুন গাঁও। বাংলা মুখের বাংলা সুখের বাংলা অনির্বান বাংলা জাগার গান। বাংলা সাহস বাংলা পরশ বাংলা গড়ার হাত বাংলা পেটের ভাত। বাংলা জয়ের বাংলা মায়ের বাংলা মাটির টান বাংলা মাঝির জান।

বাংলা বলায় বাংলা শুনায় বাংলা বাড়ায় দাম বাংলা আমার নাম। বাংলা পাহাড় বাংলা সাগর বাংলা প্রাণের সুখ বাংলা কথার মুখ। বাংলা আগুন বাংলা ফাগুন বাংলা চেতন দিল বাংলা সুমঞ্জিল। বাংলা ধানের বাংলা পাটের বাংলা মাছের দেশ বাংলা রুপের শেষ। বাংলা আসল বাংলা চপল বাংলা সফল হয় বাংলা অমর রয়।

বাংলা আকাশ বাংলা বাতাস বাংলা মনের সুখ বাংলা সবার হোক। বাংলা পড়াও বাংলা শিখাও বাংলাদেশের জয় বাংলা দিয়েই হয়। বাংলা নিয়ে বাংলা দিয়ে যাই এগিয়ে বিশ্বজয়ে... [অ.ট. এই ছড়াটি আমার লেখা-লেখির শুরুর দিকের লেখা... সম্ভবত ১৯৯৮ সালের দিকের। এটি কেউ পড়েনি এর আগে... তাই আপনাদের সাথে শেয়ার করলাম...ভাল লাগবে আশা করি...]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।