আমাদের কথা খুঁজে নিন

   

আমার এবং সকলের একটা অভ্যাস বলিআমার এবং সকলের একটা অভ্যাস বলি



আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।Bangla is our mother tongue.But,আমরা কি বাংলা ঠিক মত বলি।If we see that,আমরা কেউ ঠিক মত বাংলা বলতে পারি না।জঘাখিচুরী করে ফেলি।এই যে দেখেন আমার এই লেখাটায় অনেক কিছু শব্দ ইংরেজী ব্যবহার করেছি যার কুনো দরকার নাই যেমন.But,if.এ আমাদের অভ্যাস।আচছা এসব করলে কি হয়,ভঘ্ঙিমা নাকি ভদ্রতা?এসব ত বাংলা ভাষাকে বিকৃত করে।এসব না করলে পারি না ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।