আমাদের কথা খুঁজে নিন

   

শেখ মুজিবরের নাতী জীবনে কেন দিন চোর হইবো না



শেখ মুজিবরের নাতী জীবনে কেন দিন চোর হইবো না । আর চুরি করে দেশের টাকা বিদেশও পাচার করবো না । ট্রাক ভইরা ভইরা অস্ত্র আনবে না । রাজনৈতিক পরিবারের সন্তান প্রতিপক্ষের রাজনৈতিক নেতাদের রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবে তাই প্রতিপক্ষের নেতা কমর্ীদের উপরে কোন দিন গ্রেনেড মারবো না । বাপের সাড়া জীবনের চাকুরীর রোজগারের টাকায় পড়ালেখা করে মানুষ হওয়া সন্তান, মায়ের সাড়া জীবনের বেতনের টাকায় বড় হওয়া সন্তান, নিজেও বিদেশে সম্মানিত সব চাকুরীর সুবাদে রোজগার টাকায় যে জীবনে এত অগ্রসর হয়েছে সে কোনদিন টাকার জন্য হাহাকার করবে না ।

টাকা দেখতে দেখতে সে এত বড় হয়েছে । এজন্যই সে সমগ্র জাতীকে ৪২ বৎসর পরে আবার নতুন করে এববার স্বপ্ন দেখাতে পারলো । দেশকে নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখা এই দেশের মানুষ যেন ভুলে গিয়েছিলো । নতুন প্রজন্মের জন্য প্রেরনার উৎস হয়ে থাকবে । তরুনদের জন্য তার ক্লিয়ার মেসেজ ছিলো তাদেরকে নিয়েই এই দেশ গঠনের ।

সত্যিই ৩৯ বৎসর পর আবার যেন নৌকার হাল ধরতে একজন অভিজ্ঞ মাঝির দেখা আমরা পেতে যাচ্ছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।