আমাদের কথা খুঁজে নিন

   

হায় হায় বাঙলা ভাষা

নিজেরেই ভালা কইরা চিনি না

অনেকেই কন, আজ না কি বাঙলা ভাষার আকাল । আমি কই, বাঙলা ভাষার সুকাল আছিল কখন ? শুরু থেইক্কা এই ভাষারে যুদ্ধ করতে হইছে সংস্কৃতের লগে, এখন আঙরেজির লগে, এখন আবার হিন্দির লগে । আর কত কাল এইরূপ চলিবে কে জানে । তার পরও বাঙলা ভাষায় এত লোক কথা কয় কেমনে এইটা হিন্দি ভাষীগো হিংসার বিষয় .। এই জন্য তাহারা হিন্দি ভাষী লোক গুনিবার লাইগ্গা এখন হিন্দি+উর্দু ভাষী লোকদেরকে একত্রে গুনিয়া লোকসংখ্যা ভারী করে । হায় হায় বাঙলা ভাষা । কাঁদি আর না কাঁদি আজ একুশে ফেব্রুয়ারি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.