আমাদের কথা খুঁজে নিন

   

'আরব বিপ্লব' পরবর্তী সমীকরন কি হবে?

...

তিউনিশিয়া, মিশরে সফল বিপ্লবের পর ফুঁসে উঠেছে সমগ্র আরব। এইটা পুরনো খবর। এপর্যন্ত আগুনের উত্তাপ লেগেছে জর্দান, ইয়েমেন, বাহরাইন এমনকি লিবিয়াতেও। অবস্থাদৃষ্টে মনেহচ্ছে, ফলাফল জনতার পক্ষেই যাবে। দমন-পীড়ন সেভাবে কাজ করছে না। কিন্তু খালি চোখে বহুমুখি সম্ভাবনার যে সব প্রশ্ন আসছে সামনে; এই বিপ্লব সফল হলে পরবর্তী সমীকরন কি দাঁড়াবে? বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য কোন দিকে সরবে? এতদিনের ক্ষমতাসীন সব রাজতন্ত্র কিংবা একনায়কদের পতনের পর নতুন আরব বিশ্ব কি পুরনো (তথাকথিত)মিত্র আমেরিকার হাত ধরেই হাটবে? নাকি নতুন মিত্র খুঁজে নিবে? বিশ্বের সিংহভাগ পেট্রোলিয়ামের যোগানদাতা, অঢেল কাঁচা পেট্রোডলারের উৎস, আরব বিশ্ব যদি হাত ছাড়া হয়েও যায়, তাহলেও কি একক পরাশক্তি হিসেবে আমেরিকার একচ্ছত্র আধিপত্য বজায় থাকবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।