আমাদের কথা খুঁজে নিন

   

সংগ্রহে রাখুন বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহৃত সবগুলো গান

© এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের। তাই লেখকের অনুমতি ব্যতীত অন্য কোন প্রিন্ট বা ইলেক্ট্রনিক মিডিয়াতে ব্যবহার না করার অনুরোধ রইল...
ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে সূচনা হলো বিশ্বকাপ ক্রিকেট২০১১ এর। আমাদের পরম সৌভাগ্য যে উদ্বোধনী অনুষ্ঠানটি আমাদের দেশেই আয়োজিত হয়েছে। বিশ্বকাপ উদ্বোধনীত অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীর যে গানগুলো ব্যবহৃত হয়েছে সেগুলোর ডাউনলোড লিংক নিচে দেয়া হলো: * বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিনের দুইটি গান: ও আমার রসিয়া বন্ধুরে: Click This Link একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার: Click This Link * ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের তিনটি গান: নান্টু ঘটক/পোলা তো নয় একটা আগুনের গোলা: Click This Link খাইরুন লো: Click This Link আমার ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে: http://www.pohela.com/x.do?p=vm&id=4550 (এই গানটির অডিও লিংক পাওয়া যায়নি, তাই ভিডিও লিংক দেয়া হলো। কারো কাছে যদি অডিও লিংকটি থাকে, তাহলে কমেন্টের ঘরে লিখে দিলে আপডেট করা হবে) * সুরের রানী রুনা লায়লার গানগুলো: শিল্পী আমি তোদেরই গান শোনাবো: Click This Link মাস্ত কা লান্দার/ও লাল মেরি: Click This Link * আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যানাডিয়ান রক স্টার ব্রায়ান এ্যাডামস: সামার অব সিক্সটি নাইন: Click This Link লেটস মেক এ নাইট টু রিমেম্বার: Click This Link * আই.সি.সি ২০১১ অফিসিয়াল থিম সং "দে ধুমকে" (শংকর) : Click This Link সেল ফোনের জন্য বিশ্বকাপ ক্রিকেট ২০১১ এর থিম রিং টোন : View this link * বাংলা থিম সং সমুহ: ও পৃথিবী (মিলা, বালাম, অর্নব, টিুপু/ইবরার টিপুর ফিচারিং থিম সং): এমপি থ্রি: http://www.mediafire.com/?brqt46cygsk6lmg ইউটিউব ভিডিও (720dpi HD, AVI Format, 127 MB): http://www.youtube.com/watch?v=Gc7yfbvXX2w আরেকটি ইউটিউব ভিডিও (মোটামুটি কোয়ালিটি): http://www.youtube.com/watch?v=AP7b4ua4sQc কাপ কিন্তু একটাই ( মেহরিন ): Click This Link জ্বলে উঠো বাংলাদেশ ( দূরবীন, আরেফিন রুমি ফিচারিং) : Click This Link ইউটিউব ভিডিও: Click This Link অফটপিক: এখানে উল্লেখ করা যেতে পারে, আরেফিন রুমি ফিচারিং দূরবীনের "জেগে ওঠো বাংলাদেশ" থিম সংটি তামিল মুভি Paiya (২০০৯) এর গান En Kadhal Solla থেকে নকল করা।

বিশ্বাস না হলে তামিল এমপি থ্রি গানটি ডাউনলোড করতে পারেন এখান থেকে । তামিল আসল গানটির সুরকার ছিলেন ইয়ুবান শংকর রাজা । তামিল "পাইয়া"মুভিটি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে যান। দূরবীন আর চোরা আরেফিন রুমির গান দুটির তুলনা বুঝতে পারেন একসাথে কম্পোজ করা এই এমপি থ্রি গানটি শুনে। এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে আরাফাত৫২৯ ভাইয়ের এই পোস্টটি দেখুন।

(আরাফত৫২৯ ভাইয়ের কাছে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি, তার পোস্ট থেকেই দূরবীন আর আরেফিন রুমির কুকর্মের এই বিষয়টি আমি জানতে পেরেছি ) * ডকুমেন্টারী: Beautiful Bangladesh: The School of Life বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশান কতৃক নির্মিত ডকুমেন্টারী Beautiful Bangladesh: The School of Life এর হাই ডেফিনেশান ৫৭ মেগাবাইট , HD, AVI ফরম্যাট ভিডিও ডাউনলোড করুন (পুরা তেলতেলা ঝাক্কানাক্কা প্রিন্ট ) : http://www.youtube.com/watch?v=JZu8qV2IgRI এখানে পাবেন ৪৩ মেগাবাইটের আরেকটি এ.ভি.আই ফাইল : ডাউনলোড করুন এখান থেকে। ২৫ মেগাবাইট এমপি ফোর (মোটামুটি কোয়ালিটি): Click This Link এখানে পাবেন অন্য যেকোন ফরম্যাট: এই লিংকে পাবেন বিউটিফুল বাংলাদেশের ৪.১ মেগাবাইটের এমপি ফোর ফরম্যাট হতে শুরু করে ৪৩ মেগাবাইটের এভিআই, এফএলভি, আই প্যাড, আই ফোন, স্মার্ট ফোন সহ সব রকম ফরম্যাট: ডাউনলোড করুন এখানে উল্লেখ করা যেতে পারে এই, এটি একটি রেড ডট প্রোডকশন। প্রামাণ্য চিত্রটির মডেল: Model: Michelle Lynn Mount। পরিচালক এবং নির্মাতা ছিলেন গাজী শুভ্র। ৩.৩৬ মিনিটের ডকুমেন্টারী তৈরী করতে ১৫৮ জন ক্রু কাজ করেছেন।

এর লিরিক্স লিখেছেন শাওন। ভিডিওচিত্রটি নির্মানের কাজ শুরু হয় ১৯ জানুয়ারি। দৃশ্য ধারণের কাজ শুরু হয় কক্সবাজার থেকে। এরপর পর্যায়ক্রমে বান্দরবান, নীলগিরি, চট্টগ্রাম, কাপ্তাই, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, বাগেরহাট, মংলা, সুন্দরবন, খুলনা, কুষ্টিয়া, মেহেরপুর, বগুড়া, পাহাড়পুর, ঢাকার লালবাগ কেল্লা, রাতের শহীদ মিনারের দৃশ্য ধারণ করা হয়। শুটিং-পরবর্তী পুরো কাজটা হয়েছে রেড ডট স্টুডিওতে।

প্রামাণ্যচিত্রটির ক্যামেরায় ছিলেন খসরু। পুরো কাজটা শেষ করতে সময় লেগেছে ২৩ দিন। ছবি: নির্মাতা গাজী শুভ্র * পুরো উদ্বোধনী অনুষ্ঠানের ভিডিও ডাউনলোড করুন এখান থেকে । (পুনশ্চ: কয়েকটি গানের লিংক এখনো যোগাড় করতে পারিনি, নেক্সট আপডেটে দেয়ার চেষ্টা করা হবে )
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.