আমাদের কথা খুঁজে নিন

   

ভুল সিদ্ধান্তের খেসারত দিল বাংলাদেশ

zahidmedia@gmail.com

একটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট দলের সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। পাল্টে দিয়েছে মাঠে উপস্থিত ও টেলিভিশনের সামনে বসা কোটি কোটি বাংলাদেশি দর্শকের হিসাব-নিকাশকেও। সাকিব আল হাসানের একটি ভুল সিদ্ধান্তের মাশুল দিতে হলো গোটা দলকে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মুদ্রা নিক্ষেপে ভাগ্যদেবী বাংলাদেশের পক্ষেই হেসেছিল। মুদ্রা নিক্ষেপে জিতে ছিল বাংলাদেশ।

কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি টাইগাররা। টসে জিতেও শক্তিশালী ব্যাটিং লাইন আপ সমৃদ্ধ ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে যে ভুল বাংলাদেশ দল করেছে তার মাশুল কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিয়েছে শেওবাগ, কোহেলি ধোনিরা। ধোনি বাহিনী যখন বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৭০ রান তুললো তখন হয়ত সাকিব নিজেও কপাল চাপড়েছেন। কিন্তু তখন প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। টসে জিতেও ব্যাট না করে বল করার সিদ্ধান্ত যে ভুল ছিল তা টাইগার দলপতি সাকিব আল হাসান, কোচ জেমি সিডন্স ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা বুঝতে না পারলেও মাঠে ও মাঠের বাইরে দর্শকরা ঠিকই বুঝতে পেরেছেন।

তাই তো টসে জেতার পরও সাকিব আল হাসান যখন বল করার সিদ্ধান্ত জানালেন তখন অবাক হয়েছেন খোদ সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা। এমনকি মোটামুটি যারা ক্রিকেট বোঝেন তারাও আক্ষেপে কপাল চাপড়েছেন। ক্রিকেট বিশেষজ্ঞরা আগে থেকেই বাংলাদেশ-ভারত ম্যাচের টসকে গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করেছিলেন। নামকরা সব ক্রিকেট বিশ্লেষকরা আগাম জানিয়েছিলেন মিরপুরের উইকেটে টসে যে দল জিতবে তাদের উচিত হবে আগে ব্যাট করা। তাছাড়া একই মাঠে বাংলাদেশ-পাকিস্তান প্রস্তুতি ম্যাচের দিকে তাকালেও আগে ব্যাট করার যৌক্তিকতা বুঝতে কারো তেমন কষ্ট হওয়ার কথা নয়।

পাকিস্তান এই মিরপুরেই নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের বিপক্ষে ২৮৫ রান সংগ্রহ করেছিল। এতকিছুর পরও সাকিব আল হাসান কেন টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানালেন তা সত্যি বোধগম্য নয়। ভুল সিদ্ধান্তের ফাঁদে পা দিয়ে মিরপুরের সস্নো উইকেটে রাতে তামিম, জুনায়েদ, কায়েস, সাকিবরা বিশাল রান তাড়া করতে ব্যাট করতে নেমে দেখেছেন বল মাঠে ঠিকমতো ব্যাটে আসছে না, আউট ফিল্ড সস্নো তখন হয়তো তারা রীতিমত দাঁত কটমট করেছেন। কিন্তু কিছুই করার ছিল না আমাদের। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার টস প্রসঙ্গে বলেন, বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত সঠিক নয়।

বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের এ সিদ্ধান্তে রীতিমতো অবাক হয়েছে ক্রিকেটপ্রেমী সাধারণ দর্শকও। বাংলাদেশ-ভারত ম্যাচের টস ভাগ্য নির্ধারিত হওয়ার পর তিনি এসব বলেন। বাশার বলেন, যদি সন্ধ্যার শিশিরের কথা বিবেচনা করে সাকিব এ সিদ্ধান্ত নিয়ে থাকে তবুও আমি সাকিবের এ সিদ্ধান্তে যথেষ্টই অবাক হয়েছি। তবে আমি নিশ্চিত নই ফেব্রুয়ারি মাসের শেষার্ধে আদৌ রাতে শিশির থাকবে কি না। বাশার আরো বলেন, ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সকাল সাড়ে নয়টায় খেলা হলে উইকেটের আর্দ্রতা টস জিতে আগে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্তকে সঠিক বিবেচিত করে।

তবে বেলা আড়াইটার সময় উইকেটে কতটা আর্দ্রতা থাকবে, সে ব্যাপারে আমি নিশ্চিত নই। টস জিতে আগে ফিল্ডিং নেয়ায় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ কিছুটা বাড়তি সুবিধা পেয়েই গেল। হাবিবুল বাশারসহ এ শঙ্কার কথা জানিয়েছিলেন আরো অনেক ক্রিকেট বোদ্ধাই। ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার, বাংলাদেশের আতাহার আলী খানসহ ক্রিকেট বিশ্লেষকরা বলেছিলেন টসে জিতলে প্রথমে ব্যাটিং নেয়ার সিদ্ধান্তই হবে যৌক্তিক। কিন্তু সাকিব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়াতে সবাই হয়েছেন হতাশ।

আর ভারতের ইনিংস শুরু হওয়ার পরে তা সত্য বলে প্রমাণিত হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।