আমাদের কথা খুঁজে নিন

   

যৌতুকের দাবিতে আট দিন ধরে স্ত্রীকে শেকলবন্দী

আমার সোনার দেশ, বাংলাদেশ

বিয়ের পর থেকেই নিয়মিত যৌতুক দাবি করছিলেন স্বামী মাহামুদুল করিম। যৌতুক না দেওয়ায় স্ত্রী খালেদা বেগমকে অনেকবার শারীরিক নির্যাতনও করেন তিনি। সর্বশেষ ৯ ফেব্রুয়ারি থেকে রান্নাঘরে স্ত্রীর হাত ও পায়ে শেকল দিয়ে বেঁধে রাখেন মাহামুদুল। বন্ধ করে দেওয়া হয় খাওয়া-দাওয়া। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে কক্সবাজারের কুতুবদিয়া থানার পুলিশ গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের করলাপাড়া গ্রামের বাড়ি থেকে শেকলবন্দী খালেদাকে উদ্ধার করে।

এ দিকে খালেদাকে উদ্ধারে পুলিশকে সহযোগিতা করায় মাহামুদুলের আত্মীয়স্বজন তাদের প্রতিবেশী আবু বক্করকে গতকাল শুক্রবার দুপুরে বেধড়ক মারধর করেছে। বর্তমানে তিনি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সাধীন। উদ্ধারের পর খালেদা বেগম বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, তাঁদের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। বাবা সুলতান আহমেদ বেঁচে নেই। দুই বছর আগে কুতুবদিয়ার করলাপাড়া গ্রামের মাহামুদুল করিমের সঙ্গে তাঁর বিয়ে হয়।

বিয়ের সময় তাঁর পরিবার মাহামুদুলকে ৩০ হাজার টাকা নগদ দেয়। এর পর মাহামুদুল আরও ৫০ হাজার টাকা চায়। কান্নাজড়িত কণ্ঠে খালেদা বলছিলেন, ‘আমি তাঁকে (মাহামুদুল) বলেছি, আমার বাবা বেঁচে নেই। আমি কীভাবে টাকার ব্যবস্থা করব। এ নিয়ে তিনি আমাকে অনেক মারধর করেছেন।

নির্যাতন সইতে না পেরে অনেকবার সংসার ছেড়ে চলে যেতে চেয়েছি, কিন্তু পারিনি। ’ খালেদা জানান, যেভাবেই হোক আত্মীয়স্বজনের কাছ থেকে ৫০ হাজার টাকা এনে দেওয়ার দাবিতে ৯ ফেব্রুয়ারি সকালে মাহামুদুল তাঁকে বেধড়ক মারধর করেন। পরে রান্নাঘরে নিয়ে হাত-পায়ে শেকল দিয়ে বেঁধে রাখেন। আর তাঁকে সহযোগিতা করেন শ্বশুর-শাশুড়ি ও দেবরেরা। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীরা মাহামুদুল ও তাঁর পরিবারকে একাধিকবার শেকল খোলার অনুরোধ করেন।

শেষমেশ প্রতিবেশীরা বিষয়টি কুতুবদিয়া থানার পুলিশকে জানান। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক প্রথম আলোকে জানান, শেকলবাঁধা অবস্থায় উদ্ধারের পর খালেদাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎ সা দেওয়া হয়। পরে তাঁকে আত্মীয়স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে খালেদা স্বামী মাহামুদুলসহ পাঁচজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অন্য আসামিরা হলেন মাহামুদুলের বাবা মোহাম্মদ হোসাইন, মা আছিয়া বেগম, ভাই জয়নাল ও শরিফ।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজ আহাম্মদ জানান, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.