আমাদের কথা খুঁজে নিন

   

আজ বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু

মা বাবার সেবা করা সবচেয়ে বড় ইবাদত

ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দবরার শরিফের পীর হজরত শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) সাহেবের চার দিনব্যাপী ওরস শরিফ আজ থেকে শুরু হচ্ছে। এবার দেশ-বিদেশের লাখ লাখ আশেকান, জাকেরান, কল্যাণময়ী ধর্মপ্রাণ নারী পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন দেশের মানুষ সমবেত হবেন। বাদ ফজর পীর সাহেবের মাজার জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে ওরসের সূচনা হবে। আগামী মঙ্গলবার সকালে মাজার জিয়ারত ও মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। মোনাজাত পরিচালনা করবেন পীরজাদা আলহাজ মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদী।

গতকাল লক্ষাধিক মুসল্লি দরবার শরিফে জুমার নামাজ আদায় করেন। ওরশ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরিফের পক্ষ থেকে ২২ কিলোমিটার এলাকাজুড়ে আলোকসজ্জাসহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জাকেরান, আশেকান, মুরিদান ও ভক্তসহ লাখ লাখ মানুষের এবাদত বন্দেগি করার জন্য শামিয়ানা দিয়ে বিশাল প্যান্ডেল। পাকশালা, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন এবং ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। Click This Link বিশ্বব্যাপী শান্তি ও কল্যাণ কামনায় আজ শনিবার ফরিদপুরের বিশ্ব জাকের মন্জিলে বিশ্ব ওলি হজরত শাহসুফি খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছিঃ আঃ) সাহেবের ৪ দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব ওরস শরিফ শরু হচ্ছে।

২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টায় বিশ্ব ওলির পবিত্র রওজা মুবারক জিয়ারত ও আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। অশান্ত ও দ্বন্দ্বমুখর পরিস্থিতির ঘনঘটায় বিশ্বব্যাপী সৌভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির তাগিদ জানানো বিশ্ব ওরস শরিফে এবার ৬০ দেশের অধিক মানুষ সমবেত হতে পারেন বলে দরবার সূত্রে বলা হয়েছে। বিশ্ব ওরস শরিফ শুরুর প্রাক্কালে গতকাল বিশ্ব জাকের মন্জিলে সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয়। দরবারের পক্ষ থেকে বলা হয়েছে, ৬০ বছরের ইতিহাসে জুমায় এবারের মতো বড় জামাত হয়নি। শাহসুফি খাজাবাবা ফরিদপুরীর আধ্যাত্নিক প্রতিনিধি পীরজাদা আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদি সাহেব ও পীরজাদা আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সল মুজাদ্দেদি সাহেব এ জামাতে নামাজ আদায় করেন।

নামাজ শেষে হজরত শাহসুফি খাজাবাবা ফরিদপুরীর পবিত্র রওজা মুবারক জিয়ারাত করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ব ওরস শরিফে এবার দরবার শরিফের পক্ষ থেকে নজীরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। ১০ কিলোমিটার দূরে পুকুরিয়া প্রবেশপথ, ৮ কিলোমিটার দূরে পিয়াজখালী ও চন্দ্রপাড়া প্রবেশ পথসহ সুদূরের অন্য সব প্রবেশপথ থেকে বিশ্ব জাকের মন্জিল পর্যন্ত সড়কপথে অসংখ্য সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি বসানো হয়েছে পর্যাপ্ত সার্চ লাইটসহ ৩৬টি অবজারভেশন টাওয়ার এবং অর্ধশতাধিক চেকপোষ্ট। http://www.amadershomoy.com/


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।