আমাদের কথা খুঁজে নিন

   

দুই টাকার পত্রিকা, আড়াই টাকার সংবাদ, তিন হলুদ টাকার সাংবাদিকতা



এতোক্ষণে আপনারা হয়ত বুঝে গিয়েছেন, আমি কোন পত্রিকা নিয়ে বলছি। একটা পত্রিকা, যার জন্মের উদ্দেশ্যই আছে কিছু হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, এটা সবার অজানা নয়। পত্রিকার মূল্য ৩টাকা লিখে রেখে ২টাকা দামে মানুষকে গিলানো হচ্ছে। বাঙালী তো ফ্রী পেলে আলকাতরাও খায়, আর এটাতো ২টাকার পত্রিকা। তারা এমন একটা ভাব দেখালো, ৩টাকার পত্রিকা, ২টাকা দিয়ে দিচ্ছি, মানুষতো খুশি হয়ে ডগমগ হয়ে গিলবে।

যদি ২টাকাতে না গিলতো, তাহলে ১টাকাতেই বিলাতো। হ্যা, বাংলাদেশ প্রতিদিন আমি ও প্রত্যেকদিন একটা কিনি, বাসে জ্যামে বসে পড়ার জন্য, রোদ লাগলে ছায়ার জন্য ছাতা হিসেবে ব্যবহার করি, বাসের সিটের ময়লাও পরিষ্কার করি মাঝে মাঝে। অনেকই এই পত্রিকা পড়ে, কারণ, তারা বাসায় পত্রিকা রেখে পড়াটাকে এক্সপেন্সিভ হিসেবেই মনে করে, তারাই পড়ে মূলত। আর যারা পড়েন, তারা আমার মতই ব্যবহার করেন এই পত্রিকাটাকে। এখন কথা হচ্ছে, ২টাকার পত্রিকাগুলোর খবর কতটুকু বিশ্বাস করবেন? একটা প্রমাণ শেষে দিচ্ছি।

এই পত্রিকাতে প্রত্যেকদিন দেখা যাবে প্রথম আলোর সম্পাদক ওরফে বাচ্চু, ট্রান্সকম গ্রুপ এর খুঁত খুজে বের করা , আর হালে যোগ হয়েছে পিংক সিটি নিয়ে। এইসব নিউজ তো আর কোনো পত্রিকায় আসে না কেন? আমি কাউকে ধোঁয়া তুলসি পাতা বলবো না, কিন্তু নোংরামী ভালো লাগে না। টাকা দিয়ে নোংরামী পড়তে ইচ্ছে করবে না কারোই। আমার যেটা মনে হয়, প্রথম আলোর কারণে বসুন্ধরা গ্রুপের আবাসন ব্যবসার একটু ঝামেলা হচ্ছিলো। তাই কাউন্টার এট্যাক হিসেবে এই পত্রিকা বের করেছে।

আর কোনো কারণ নয়। কিছুদিন আগে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসন প্রকল্প নিয়ে অনেক ফলাও করে নিউজ প্রকাশ করছিলো। কই, এই নিউজ গুলো আর কোনো পেপারে দেখি না কেন? পিংক সিটি নিয়েও মনে হয় এই রকম কোনো ঝামেলা হচ্ছে,তাই পিংক সিটি নিয়ে এখন নিয়মিত খবর আসছে। প্রায় সময় প্রকাশিত হেডলাইন, লীড নিউজ গুলোর একটা মিল খুজে পাওয়া যায়। বেশিরভাগই আবাসন, জায়গাজমি সংক্রান্ত।

মতিউর রহমান ওরফে বাচ্চু, এই কথা তো অন্য কোনো পত্রিকায় খুব একটা দেখা যায় না। আর এই বাচ্চু কবে কখনো কোন মামলায় হাজিরা দিলো, এই নিউজ কি আর কোনো পত্রিকায় আসে? এই বার আসুন একটা গুলমারা সংবাদ দেখি। বেশিদিন না, ১২ দিন আগে খবর। এই পত্রিকার বেশিরভাগ খবরেরই রিপোর্টারের কোনো নাম লিখা থাকে না। খালি লিখা থাকে নিজস্ব প্রতিবেদক।

কিন্তু কোনো সূত্র নাই খবরের। তারা কি বলেছে শুনুন। এটি গত ৬ই ফেব্রুয়ারীতে প্রকাশিত খবর। বিশ্বকাপ ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন চিত্রনায়ক শাকিব খান। ওই দিন তিনি একটি নৃত্যে অংশগ্রহণ করবেন।

তার বিপরীতে থাকবেন পাঁচ চিত্রনায়িকা। তারা হলেন_ পূর্ণিমা, অপু বিশ্বাস, মিম, বিন্দু ও শখ। তারা মূলত সাংস্কৃতিক পর্বে অংশ নিচ্ছেন। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে বর্ণাঢ্য জমকালো ও তারকাবহুল। দেশ-বিদেশের বহু খ্যাতিমান তারকার এতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এরকম একটি অনুষ্ঠানে অংশ নিতে পেরে খুশি শাকিব এবং তার পাঁচ নায়িকা। অনুষ্ঠানে অংশগ্রহণের মুহূর্তটি তাদের জীবনের উল্লেখযোগ্য মুুহূর্ত হবে বলে মন্তব্য করেছেন তারা। Click This Link আরো একটা বোগাস নিউজ দেখেন। এটা আজকের, একদম টাটকা। Click This Link আজ থেকে উপস্থাপিকা সারা যাকের শোবিজ প্রতিবেদক অনেকের জীবনে এমন কিছু সমস্যা রয়েছে যা কাছের মানুষের সঙ্গেও শেয়ার করা যায় না।

পরিচয় গোপন রাখা সাপেক্ষে সেসব সমস্যার সমাধান দিতে বাংলাভিশনে আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান 'আমি এখন কী করব?' প্রতি শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটে সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি। আর এটি উপস্থাপনা করবেন বিশিষ্ট অভিনেত্রী সারা যাকের। এবারই তিনি উপস্থাপনায় প্রথম। তার সঙ্গে আরও থাকবেন মনোরোগ বিশেষজ্ঞ ড. মেহতাব খানম। যে কোনো ব্যক্তিগত সমস্যা নিয়ে দর্শকরা সরাসরি কথা বলতে পারবেন এ দুজনের সঙ্গে।

কাওনাইন সৌরভের প্রযোজনায় 'আমি এখন কী করব?' অনুষ্ঠানটির প্রথম পর্ব বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অথচ, এই অনুষ্ঠানটা আমি আরো ২-৩ সপ্তাহ আগে থেকেই দেখছি। তখন সারা যাকেরকে উপস্হাপনা করতে দেখেছি। আর জাস্ট এখন এটা টিভিতে লাইভ দেখাচ্ছে। আর আজকে সারা যাকের নাই।

মেহতাব খানমই উপস্হাপনা করছেন। সাথে আরো ২জন মানুষ। ড. শাহীন ইসলাম আর আইনজীবি আবদুর রশিদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।