আমাদের কথা খুঁজে নিন

   

ইটজ রয়াল বেংগল টাইগারস টেরিটোরি



পরাশক্তি হতে হলে, খেলাধুলাতেও ভালো হতে হয়। ২য় বিশ্বযুদ্ধের আগের জার্মানী অলিম্পিকে তাদের ক্ষমতা বিশ্বকে দেখিয়ে দেয়। আমাদের প্রতিবেশী ভারতও পরাশক্তি হতে চায়। কিন্তু, আমরাও যে কাউকে চ্যালেঞ্জ করতে ভয় করি না। ইটজ রয়াল বেংগল টাইগারস টেরিটোরি – সদ্য নির্মিত চমতকার ভিডিওটির মতই বলি। দাদাদের দাদাগিরী, গত ১২ বছরে একবারো বাংলাদেশকে ভারতে খেলার আমন্ত্রণ জানায়নি। ২০০৭ এর বিশ্বকাপে মাশরাফির খেলার আগে বলা “ধরে দিবানী” ঠিকই বাস্তবায়িত হয়েছিল খেলার মাঠে। এবার আসো দেখি রাজকীয় বাংলার বাঘদের এলাকায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।