আমাদের কথা খুঁজে নিন

   

কবি মজনু শাহ্'র `জেব্রামাস্টার' প্রসঙ্গে তাৎক্ষণিক



কবি মজনু শাহ্‌র চতুর্থ কাব্যগ্রন্থ `জেব্রামাস্টার' এখন একুশের বইমেলায়। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেট ২০১১'এর উদ্বোধনী দিনে মেলায় এসেছেন `জেব্রামাস্টার' মশায়। বইটি প্রকাশ করেছে `ভাষাচিত্র'। প্রচ্ছদশিল্পী: সব্যসাচী হাজরা। পৃষ্ঠা সংখ্যা: ৬৪।

গায়ের মূল্য: ১০০ টাকা । মজনু শাহ্‌ নব্বই দশকের কবি। ইতোপূর্বে প্রকাশিত তাঁর কাব্যগ্রন্থগুলো হলো: আনকা মেঘের জীবনী (১৯৯৯), লীলাচূর্ণ (২০০৫) এবং মধু ও মশলার বনে (২০০৭)। এর মধ্যে `আনকা মেঘের জীবনী' পাঁচমিশালী কবিতার সংকলন; লীলাচূর্ণ- ৫৬টি চতুর্দশপদী সিরিজ কবিতার গ্রন্থ; আর `মধু ও মশলার বনে' একটি দীর্ঘ কবিতার পুস্তিকা। তিনটি গ্রন্থের মধ্যে লীলাচূর্ণই সবচেয়ে বেশি আলোচিত কাব্যগ্রন্থ।

এ গ্রন্থটি প্রকাশের পর বিশেষত তরুণ কবি ও পাঠকদের মধ্যে বেশ সাড়া ফেলে। তবে `জেব্রামাস্টার' গ্রন্থে মজনু শাহ্‌ যে ব্যতিক্রম এক জগতের নির্মাণ করেছেন, তা হয়তোবা আগের সবগুলো থেকে একেবারেই আলাদা। এমনকি আমাদের পাঠঅভিজ্ঞতায়ও হয়তোবা অনেকটাই নতুনত্ব অনুভব হবে এ গ্রন্থপাঠে। এতগুলো কথা বললাম এ কারণে যে, এ গ্রন্থের সব কবিতার সঙ্গেই আমার একটা পাঠক-সম্পর্ক অনেক দিন ধরেই গড়ে উঠেছে। প্রতিটি কবিতা অন্তত ৮-১০ বার করে ইতেমধ্যে পড়া হয়েছে আমার।

আমি মনে করি, এ গ্রন্থটি অনুসন্ধিৎসু-কাব্যপাঠকের অবশ্য-পাঠ দাবি করে। হে পাঠক, `জেব্রামাস্টার'-এর ভুবনে আপনাকে স্বাগতম।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।