আমাদের কথা খুঁজে নিন

   

এমন বন্ধু যেন কারও না হয়!

চলো এগিয়ে যাই

পুরোনো বন্ধু, তাই তাঁকে বিপদের দিনে আশ্রয় দিতে কার্পণ্য করেননি শ্যামল। কিন্তু সুযোগ পেয়ে বন্ধুর বুকে ছুরি বসাতেও দেরি করেননি প্রতারক লিটন। শ্যামলের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে কেটে পড়েছেন তিনি! ঘটনাটি ঘটেছে ১৪ ফেব্রুয়ারি নাটোরের গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লায়। গুরুদাসপুর থানায় দেওয়া অভিযোগে জানা গেছে, শ্যামল পেশায় স্টুডিও ব্যবসায়ী। লিটনের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধুত্ব। মাঝে ব্যবসায় লোকসান দিয়ে লিটন দেউলিয়া হন। বন্ধুর অসহায়ত্বে বিমূঢ় শ্যামল তাঁকে কাজ দেন নিজের স্টুডিওতে। থাকা-খাওয়ার ব্যবস্থা করেন নিজের বাড়িতে। কিন্তু আশ্রয়ের সাত দিনের মাথায় শ্যামলের বাড়িতে গচ্ছিত দুই লাখ টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে চম্পট দেন তিনি। ক্ষতিগ্রস্ত শ্যামল রায় বলেন, ‘এমন বন্ধু যেন কারও না হয়!’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।