আমাদের কথা খুঁজে নিন

   

যে ১৪ টি ষ্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ খেলাগুলো অনুষ্ঠিত হবে



যে ১৪ টি ষ্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপ খেলাগুলো অনুষ্ঠিত হবে তার অতি সংক্ষিপ্ত পরিচিতিঃ বাংলাদেশঃ বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামঃ স্থাপিতঃ১৯৫৪ সন দর্শক ধারণ ক্ষমতাঃ ৩৬,০০০ বিশ্বকাপ ক্রিকেট এর উদ্বোধনী অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে যা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। শের-ই-বাংলা জাতীয় ষ্টেডিয়ামঃ স্থাপিতঃ২০০৬ সন দর্শক ধারণ ক্ষমতাঃ ২৫,০০০ ১ ম টেষ্ট ম্যাচঃ ২৫ মে-২৭ মে ২০০৭ বাংলাদেশ বনাম ভারত ১ ম ওয়ান ডেঃ ৮ ডিসেম্বর বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে জহুর আহমেদ চৌধুরী ষ্টেডিয়াম (চট্টগ্রাম )ঃ দর্শক ধারণ ক্ষমতাঃ ২৫,০০০ ১ ম টেষ্ট ম্যাচঃ ২৮ ফেব্রুয়ারী-৩ মার্চ ২০০৬ বাংলাদেশ বনাম শ্রীলংকা ১ ম ওয়ান ডেঃ ২৫ ফেব্রুয়ারী ২০০৬ বাংলাদেশ বনাম শ্রীলংকা ভারতঃ ইডেন গার্ডেনস (কোলকাতা)ঃ স্থাপিতঃ১৮৬৪ দর্শক ধারণ ক্ষমতাঃ ৯০,০০০ ১ ম টেষ্টঃ ৫-৮ জানুয়ারী ,১৯৩৪ ভারত বনাম ইংল্যান্ড ১ম ওয়ান ডেঃ১৮ ফেব্রূয়ারী ১৯৮৭, ভারত বনাম স্রীলংকা সর্দার প্যাটেল ষ্টেডিয়াম(আহমেদাবাদ)ঃ স্থাপিতঃ১৯৮২ দর্শক ধারণ ক্ষমতাঃ ৫৪,০০০ ১ ম টেষ্টঃ ১২-১৬ নভেম্বর ,১৯৮৩ ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজ ১ম ওয়ান ডেঃ৫ অক্টোবর ১৯৮৪, ভারত বনাম অষ্ট্রেলিয়া এম এ চিদম্বরাম ষ্টেডিয়াম(চেন্নাই)ঃ স্থাপিতঃ১৯১৬ দর্শক ধারণ ক্ষমতাঃ ৫০,০০০ ১ ম টেষ্টঃ ১০-১৩ ফেব্রুয়ারী ,১৯৩৪ ভারত বনাম ইংল্যান্ড ১ম ওয়ান ডেঃ ৯ অক্টোবর ১৯৮৭, ভারত বনাম অষ্ট্রেলিয়া ওয়াংখেড়ে ষ্টেডিয়াম(মুম্বাই)ঃ স্থাপিতঃ১৯৭৪ দর্শক ধারণ ক্ষমতাঃ ৪৫,০০০ ১ ম টেষ্টঃ ২৩-২৯ জানুয়ারী ,১৯৭৫ ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজ ১ম ওয়ান ডেঃ১৭ জানুয়ারী ১৯৮৭, ভারত বনাম শ্রীলঙ্কা পাঞ্জাব ক্রিকেট এ্যাসোসিয়েসন ষ্টেডিয়াম(চন্দ্রীগড়)ঃ স্থাপিতঃ১৯৯৩ দর্শক ধারণ ক্ষমতাঃ ৩০,০০০ ১ ম টেষ্টঃ ১০-১৪ জানুয়ারী ,১৯৯৪, ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজ ১ম ওয়ান ডেঃ২২ নভেম্বর ১৯৯৩, ভারত বনাম দঃআফ্রিকা বিদর্ভা ক্রিকেট এ্যাসোসিয়েসন ষ্টেডিয়াম(নাগপুর)ঃ স্থাপিতঃ২০০৮ দর্শক ধারণ ক্ষমতাঃ ৪০,০০০ ১ ম টেষ্টঃ ৬-১০ জানুয়ারী ,২০০৮, ভারত বনাম অষ্ট্রেলিয়া ১ম ওয়ান ডেঃ২৮ অক্টোবর ২০০৯, ভারত বনাম অষ্ট্রেলিয়া এম চিন্নাস্বামী ষ্টেডিয়াম(ব্যাঙ্গালুরু)ঃ স্থাপিতঃ১৯৬৯ দর্শক ধারণ ক্ষমতাঃ ৫০,০০০ ১ ম টেষ্টঃ ২২-১৭ নভেম্বর ,১৯৭৪, ভারত বনাম ইংল্যান্ড ১ম ওয়ান ডেঃ২৬ সেপ্টেম্বর ১৯৮২, ভারত বনাম শ্রীলঙ্কা ফিরোজ শাহ কোটলা ষ্টেডিয়াম(দিল্লী)ঃ স্থাপিতঃ১৮৮৩ দর্শক ধারণ ক্ষমতাঃ ৪৮,০০০ ১ ম টেষ্টঃ ১০-১৪ নভেম্বর ,১৯৪৮, ভারত বনাম ওয়েষ্ট ইন্ডিজ ১ম ওয়ান ডেঃ১৫ সেপ্টেম্বর ১৯৮২, ভারত বনাম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আর প্রেমাদাসা ষ্টেডিয়াম(কলোম্বো)ঃ স্থাপিতঃ১৯৮৬ দর্শক ধারণ ক্ষমতাঃ ৩৫,০০০ ১ ম টেষ্টঃ ২৮ আগষ্ট ,১৯৯২, শ্রীলঙ্কা বনাম অষ্ট্রেলিয়া ১ম ওয়ান ডেঃ ৯ মার্চ১৯৮৬, শ্রীলঙ্কা বনাম পাকিস্তান মুত্তিয়া মুরালিথরণ আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়াম(ক্যান্ডি)ঃ স্থাপিতঃ২০০৯ দর্শক ধারণ ক্ষমতাঃ ৩৫,০০০ ১ ম টেষ্টঃ ১ ডিসেম্বর ,২০১০, শ্রীলঙ্কা বনাম ওয়েষ্ট ইন্ডিজ ১ম ওয়ান ডেঃ এখন ও হয়নি। মহীন্দ্র রাজাপাক্ষসে আন্তর্জাতিক ক্রিকেট ষ্টেডিয়াম(হাম্বানতোটা)ঃ স্থাপিতঃ২০০৯ দর্শক ধারণ ক্ষমতাঃ ৩৫,০০০ ১ম ওয়ান ডেঃ ৯ ডিসেম্বর২০১০, শ্রীলঙ্কা বনাম ওয়েষ্ট ইন্ডিজ গুডলাক বাংলাদেশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।