আমাদের কথা খুঁজে নিন

   

নফল ইবাদতের (ওয়াজ) তীব্রতায়(তীব্র চিৎকার) যখন ফরজ ইবাদত(নামায) করা মুশকিল হয়ে পড়ে

যেতে হবে অনেক দূর..

ফরয নামাজ যদি নফল ওয়াজের তীব্র আওয়াজে ঠিকমত না পড়া যায় তখন কি করনীয়? সামনে পরীক্ষা, কাল রাতে পড়তে বসেছি,বাসার কাছে ওয়াজ-মাহফিল হচ্ছিল মাইকে, ওয়াজের কথাগুল এত জোরে কানে আসছিল যে পড়ার বইয়ে মন দিতে পারছিলামনা, তবু চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু মনযোগ দিতে পারছিলামনা, ওয়াজে খারাপ কথা বলেনা, হয় ভাল কথা বলে নয়ত হাস্যকর কিছু কথা বলে তাই মনযোগ সেদিক থেকে পড়ার বইয়ে আনাটা কঠিন। আর পারলামনা তাই ভাবলাম উঠে নামাযটা পড়ে নেই, ফরয নামায পড়তে বসেছি, ওয়াজের আওয়াজ এত বেশি যে সূরার লাইন উল্টা-পাল্টা হয়ে যাওয়ার উপায়, ওয়াজ শোনা বোধয় নফল ইবাদত, এই নফল ইবাদতের ঠেলায় আমার ফরজ ইবাদত ভেস্তে যাওয়ার উপক্রম। মনটা তখন বিদ্রোহী হয়ে উঠল, এভাবে ওয়াজ করাটা কতখানি যুক্তিযুক্ত। আমি মানি ওয়াজ করা ভাল এবং প্রয়োজন কিন্তু আমাদের বোধয় পদ্ধতিগত ভুল রয়েছে। সঠিক পদ্ধতি যদি এখনি অনুসরন না করি তাহলে হয়ত খুব শিঘ্রই এই সামান্য পদ্ধতিগত ত্রুটির অসামান্য বিরক্তির কারনে ওয়াজের বিশাল ভাল দিকটা ভুলে মানুষ ওয়াজকেই ঘৃনা করা শুরু করবে। তার উপর সেক্যুলারিজমতো আছেই, ওয়াজ নিষিদ্ধ করতেও হয়তো সময় লাগবেনা। তখন হয়তো দোষ হবে সরকারের, সেক্যুলারিজমের, কিন্তু আমাদের নিজেদের ভুলটা দৃষ্টির আড়ালেই থেকেযাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।