আমাদের কথা খুঁজে নিন

   

মহেশপুরে জঙ্গী সংগঠন হিজবুত তওহীদ দলের কার্যক্রম জোরদার প্রশাসনের নিরব ভুমিকা

সাংবাদিক, শিক্ষক

মহেশপুরে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হিজবুত তওহীদ দলের কার্যক্রম দীর্ঘ দিন ধরে চলে আসলেও মহেশপুরের প্রশাসন নিরব ভুমিকা পালন করছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে এর প্রথম যাত্রা শুরু হয়। তারা বর্তমানে এতো দুর এগিয়ে গেছে যে তাদের নারী সদস্য রয়েছে প্রায় ১০০ জন। এই সংগঠনটি নিষিদ্ধ হলেও তারা প্রকাশ্যে বাজারে তাদের লিফলেট, বই, মাইকিং করে বিক্রি করলেও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করছেনা। এ বিষয়ে এলাকার লোকজন জানান তাদের কার্যক্রম জেলার সব উপজেলা গুলোতে আছে।

বর্তমানে নারী পুরুষ মিলে তাদের সদস্য সংখ্যা এখন অনের বেশি। উপজেলার গোপালপুর গ্রামে প্রায় যুবক ছেলোরা এই সংগঠনের সাথে জড়িয়ে গেছে। তারা স্থানীয় লোকজনদের নামে মামলা হুমকি দেখিয়ে তাদের সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছে। তারা তাদের বই বা লিফলেটে মাদ্রাসা ও সংবাদপত্রের বিরুদ্ধে লেখা আছে কারন তাদের বিরুদ্ধে বলে বলেই লেখা হয়েছে। গত ১৫ ফেব্র“য়ারি যশোরের কেশবপুরে ধরা পড়া জঙ্গী সংগঠনের দুই সদস্য তাদের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামের।

শামসুজ্জামান মিলন (২২) যশোর এমএম কলেজের (ভূগোল) বিভাগে পড়াশুনা করে অপর সহযোগী সাইদুর রহমান (২০) নবম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। এছাড়া আব্দুস সামাদ নামের এক জঙ্গী পালিয়ে গেছে। তবে এলাকার লোকজন একাধিক বার বললেও প্রশাসন তেমন কোন পদপে গ্রহন করছেনা। এলাকাবাসী বলছে এখনই যদি এদেরকে দমন করা না যায় তাহলে অল্প সময়ের মধ্যে এই উপজেলাতে সংগঠনটি ভংয়কর রূপ ধারন করতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.