আমাদের কথা খুঁজে নিন

   

!!!আজ বিশ্বকাপের জমকালো উদ্বোধনে যা দেখবেন!!!

আমি আমার মতন।
এবারের বিশ্বকাপের উদ্বোধনে এরকম বর্ণাঢ্য দৃশ্য দেখা যাবে সাড়ে ৩ ঘন্টার এই অনুষ্ঠানে ৩ দেশের ইতিহাস, ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতি তুলে ধরা হবে৷ থাকবে আকর্ষণীয় ডিসপ্লে, আতশবাজিসহ নানা আয়োজন৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ মিনিটের ভাষণের মধ্য দিয়ে বিশ্বকাপের উদ্বোধন ঘোষণা করবেন৷ বিশ্বকাপকে সামনে রেখে সব প্রস্তুতি শেষ হয়েছে এরই মধ্যে৷ প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলার ১২ বছরের মাথায় বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করল বাংলাদেশ৷ আর এই প্রথমবারের মত বিশ্বকাপের আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে৷ তাও আবার বাংলাদেশে৷ তাই পুরো বাংলাদেশ এখন ভাসছে বিশ্বকাপ জোয়ারে৷ নগরী সাজানো হয়েছে বর্ণিল সাজে৷ ক্রিকেট ভ্যেনুগুলোও পুরোপুরি প্রস্তুত৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান আ হ ম মোস্তফা কামাল ডয়চে ভেলেকে জানান সেই প্রস্তুতির কথা৷ তিনি বলেন, সাধ্য অনুযায়ী বাংলাদেশ সব কিছু করেছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় শিল্পী ছাড়াও কানাডার সঙ্গীত শিল্পী ব্রায়ান অ্যাডামস গান গাইবেন৷ আর বাংলাদেশের শিল্প-সংস্কৃতি তুলে ধরার জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের শিল্পীরা৷ জানালেন নৃত্য শিল্পী শামীম আরা নীপা এবং শিবলী মোহাম্মদ৷ নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে৷ পুলিশ কমিশনার বেনজির আহমেদ ডয়চে ভেলেকে জানান, বিশ্ব পরিস্থিতি বিবেচনায় রেখেই নিরাপত্তা ব্যূহ তৈরি করা হয়েছে৷ ক্রিকেট ভ্যেনুগুলোতে থাকবে ৪ স্তরের নিরাপত্তা৷ বাংলাদেশে ৬টি গ্রুপ ম্যাচ এবং ২টি কোয়ার্টার ফাইনাল হবে৷ আর এই বিশ্বকাপকে সামনে রেখে পিছিয়ে নেই কেউ৷ যেমন শিল্পী ও গীতিকার ঈশা খান দুররে লিখেছেন গান৷ তার কণ্ঠে এই গান আজ থেকে শোনা যাবে সব টেলিভিশন এবং রেডিও চ্যানেলে৷ সূত্র:
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।