আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-১০

আমি খুবই সাধারণ

আসুন আরো একটি হাদীস পড়ি: আগের পর্ব গুলো দেখতে হাদীস: বনী সুলাইম গোত্রের জনৈক সাহাবী হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা: আমার হাতে অথবা তার নিজের হাতে পাঁচটি কথা গণনা করে বলেছেন, ১) পবিত্রতা বর্ণনা করা তথা সুবহানাল্লাহ বলা হলো আমলের পাল্লার অর্ধাংশ। ২)আলহামদুল্লিাহ আমলের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। ৩)আল্লাহু আকবার আসমান ও যমীনের মধ্যবর্তী স্থানকে পরিপূর্ণ করে দেয়। ৪)রোযা হলো ধৈর্যের অর্ধাংশ এবং ৫)পবিত্রতা ঈমানের অর্ধেক।

–তিরমিযী। তিনি বলেছেন, হাদীসটি হাসান। (মিশকাত হা/২৭৫)। শিক্ষা; হাদীস থেকে আমরা জানতে পারলাম: ১. সুবহানাল্লাহ'র ফযীলত ২. আল্লাহু আকবারের ফযীলত ৩. রোযা থেকে ধৈর্যের শিক্ষা পাওয়া যায়। ৪. পবিত্রতা'র সাথে ঈমানের সম্পর্ক।

আল্লাহ আমাদের হাদীসের উপর আমল করার তওফিক দিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।