আমাদের কথা খুঁজে নিন

   

গান ভালোবেসে গান-৯ : আমি যে রিক্সাওয়ালা

আমি দু'চোখের গহ্বরে শূণ্যতা দেখি শুধু রাতঘুমে আমি কোনো স্বপ্ন দেখিনা !!

গানের শিরোনামঃ আমি যে রিক্সাওয়ালা অ্যালবামঃ ত্বকের যত্ন নিন (গানটি শুনতে পারেন এখান থেকে) ব্যান্ডঃ চন্দ্রবিন্দু .............................................................. আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে বলি কি ও মাধবী, তুমি কি আমার হবে আমি যে রিস্কাওয়ালা ।। আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে আকাশে সূর্য ওঠে গো আকাশে সূর্য ওঠে, পুকুরে পদ্ম ফোটে হৃদয়ে কুটনো কোটে , অসহ মদন জ্বালা আমি যে রিস্কাওয়ালা আমি যে রিস্কাওয়ালা, দিন কি এমন যাবে বরাবর পাগলা ভোলা, নিশিদিন ফুল কুড়াবে আমি যে রিস্কাওয়ালা দিন যায়, সন্ধ্যে ঢলে গরুতে হাম্বা বলে ।। জ্বলেলে পাড়ার কলে ,তুমি হও চাঁদের কণা আমি যে রিস্কাসোনা আমি যে রিস্কাসোনা, দিন কি এমন যাবে সকালে ভাত খাবো না, রাতে রাত আমায় খাবে আমি যে রিস্কাওয়ালা জলে যায় জলের পোকা স্কুলে যায় কোলের খোকা জলে যায় জলের পোকা ওহ ওহ ওহ......... জলে যায় জলের পোকা স্কুলে যায় কোলের খোকা বসে রয় হদ্দ বোকা দু'চোখে তোমার ছবি আমি যে রিস্কা কবি গো আমি যে রিস্কা কবি, দিন কি এমন যাবে বলি কি হে মাধবী তুমি আর আসবে কবে আমি যে রিস্কাওয়ালা ........ গান ভালোবেসে গান-৮ নোট-১: এক লাইভ প্রোগ্রামে অনিন্দ্য বলেছিল এই গানটার প্রথম দু লাইন প্রচলিত মানে মানুষ গাইত, কিন্তু এর পরে কি ছিল তা আর কেউ জানে না অথবা পাওয়া যায় না। পরে চন্দ্রিল আরো কিছু 'মালপত্তর' এড করে। নোট ২: আজ মানবজমিনে তসলিমার ব্লগ সূত্র দিয়ে চন্দ্রবিন্দুকে নিয়ে তসলিমার একটা লেখা পাব্লিশ করেছে। আগ্রহীরা পড়তে পারেন এই লিঙ্কে যেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।