আমাদের কথা খুঁজে নিন

   

আর নয় একে একে ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সেপ্ট করা, এবার সকল ফ্রেন্ড রিকুয়েস্ট কনফার্ম করুন এক ক্লিকে

আসসালামু আলাইকুম। আমি সায়হাম সৌরভ। টিটিতে যোগ দিসি বেশ আগে কিন্তু কোনো পোস্ট করা হয়নি। তাই আমার প্রথম পোস্ট হিসেবে কোনো ভুলভ্রান্তি হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন মূল কথায় যাওয়া যাক।


এখনকার যুগে ফেসবুক আমাদের  দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গেসে। আমাদের প্রায় সকলেরই ফেসবুক অ্যাকাউন্ট আছে। আর অনেকেরই ফেসবুকে অনেক ফ্রেন্ড রিকুয়েস্ট থাকে। একে একে সেসব রিকুয়েস্ট কনফার্ম করা বিরক্তিকর একটা কাজ। তাই আজকে আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করব যার সাহায্যে আপনি এক ক্লিকেই সব রিকুয়েস্ট এক্সেপ্ট করতে পারবেন।

তো চলুন কাজে যাওয়া যাক।
প্রথমে নিচের এই জাভা স্ক্রিপ্টটি কপি করে নিন।
javascript: var field = document.getElementsByName("actions[accept]");for (i = 0; i < field.length; i++)field[i].click() ;
এবার আপনার ক্রোম অথবা মজিলা ব্রাউজারটি ওপেন করে ctrl+d চেপে উক্ত জাভা স্ক্রিপ্টটি পেস্ট করে একটা বুকমার্ক তৈরি করুন। আমি ক্রোম এ ট্রাই করসি।
এবার আপনার ফেসবুকে লগইন করে নিচের লিংক এ যান।


http://www.facebook.com/reqs.php
এবার আপনি আপনার সব ফ্রেন্ড রিকুয়েস্ট গুলা দেখতে পাবেন। এখন আগের তৈরি করা বুকমার্ক এ ক্লিক করুন। কী...... কি দেখছেন????
আপনার সব রিকুয়েস্ট গুলা একসাথে কনফার্ম হয়ে যাচ্ছে...তাই না??  হ্যা এবার যতটা রিকুয়স্টই থকুক না কেন সবগুলা একসাথে ইয়েস করুন, আর আপনার সময় বাঁচান।
ফেসবুকে আমি
আমার গ্রুপ      আমার পেজ

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।