আমাদের কথা খুঁজে নিন

   

কে হতে চায় কোটিপতি এ অনুষ্ঠানটি আপনারা কে কিভেবে দেখছেন?

সকালের মিষ্টি রোদ পেরিয়ে আমি এখন মধ্যগগনে,
আরো একধাপ এগিয়ে গেলো পৃথিবীর সবচেয়ে টান টান উত্তেজনাকর, মেধা ভিত্তিক তথ্য ও বিনোদনমুলক টিভি রিয়েলেটি শো ‘হু ওয়ান্টস টু বি এ মিলিনিয়ার’-এর বাংলাদেশ সংস্করণ ‘কে হতে চায় কোটিপতি’। এই আয়োজনের সঙ্গে এবার যুক্ত হলো মোবাইল ফোন কোম্পানি ‘রবি’। অনেকে বললেন কে হতে চায় কোটিপতি বিশ্বজুড়েই এটি একটি বিজ্ঞানসম্মত বুদ্ধিমত্তার পরীক্ষা হিসেবে স্বীকৃত। বিনোদন এবং টান টান উত্তেজনার বাতাবরণে মানুষের জ্ঞানস্পৃহা বাড়ানোই এই অনুষ্ঠানটির মূখ্য উদ্দেশ্য। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের জানার আগ্রহ বাড়বে, জ্ঞান-বিজ্ঞান চর্চার প্রতি আগ্রহ তৈরি হবে।

একজন মানুষকে সফল হতে হলে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। ‘কে হতে চায় কোটিপতি’ আপন শক্তিতে জ্বলে ওঠার একটি প্ল্যাটফর্ম। মেধাকে পুঁজি করে নিজেকে প্রমাণ করার সবচেয়ে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘কে হতে চায় কোটিপতি’। বাংলাদেশের প্রতিযোগিদের অংশগ্রহণে বাংলাদেশের দর্শকদের জন্য এই অনুষ্ঠানের সহ-আয়োজক হতে পেরে আমরা আনন্দিত। উলেল্লখ্য, সাড়া বিশ্বে ‘কে হতে চায় কোটিপতি’ একটি অত্যন্ত সফল মেধা ভিত্তিক তথ্য ও বিনোদনমুলক টিভি অনুষ্ঠান।

যে অনুষ্ঠানে পুরষ্কার থাকবে নগদ টাকা, যে অংশগ্রহনকারী টানা ১৫ টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা হবেন কোটিপতি। ‘কে হতে চায় কোটিপতি’ ১৯৯৪ সালে ৪ঠা সেপ্টেম্বর টেলিভিশনে সমপ্রচার শুরু করে। তখন থেকে এই অনুষ্ঠানটি পৃথিবীর প্রধান প্রধান দেশে অনুমোদন পায় এবং নিজস্ব বৈশিষ্ট্যের জন্য সার্বজনীন ভাবে বিশ্বে ১০০টির বেশি দেশের টেলিভিশনে নির্মিত ও প্রর্দশিত হয়। ভারতে এই টিভি অনুষ্ঠান ‘কোন বানেগা ক্রোড়পতি’ নামে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। মানব জমিন ১৫/০২/১১
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।